কিন্তু কিশোরীর প্রথম ঋতুর সময়টি এমন হওয়া উচিত নয়। সচেতনভাবেই বাড়ির বড়দের
বিষয়টি দেখা উচিত। কিন্তু কখন ঋতু শুরু হবে তা অনেকেই বোঝেন না। ঋতু শুরু হওয়ার আগে
কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। সেগুলো একটিু খেয়াল করলেই কিশোরীর নারী হওয়ার সময়টি সহজ
হয়ে যায়।
সাধারণত ১২ থেকে ১৪ বছর বয়সের মধ্যেই কিশোরী শরীর ও মনে নারী হয়ে ওঠে। আর শরীরের দিক দিয়ে নারী হয়ে ওঠার বিষয়টিই হলো ঋতুস্রাব। জেনে নেয়া যাক কিশোরীর প্রথম ঋতুস্রাবের আগে কী কী লক্ষণ প্রকাশ পায়।
লক্ষণসমূহ কি কি :-
স্তনের বোঁটা ফুলে ওঠা এবং স্পর্শে
ব্যথা লাগা
মাথা ব্যথা
মাথা ঘোরা
অবসাদ
খাবারের প্রতি তীব্র আগ্রহ
গ্যাস হওয়া বা ঢেকুর তোলা এবং
ওজন বৃদ্ধি
মুখে ব্রুণ হওয়া
মেজাজের পরিবর্তন, বিরক্তিভাব বেড়ে
যাওয়া, অস্থিরতা এবং বিষাদগ্রস্ততা
ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিণ্য।
আর এসব লক্ষন প্রকাশ পাওয়ার পূর্বেই কিশোরীকে ঋতু সম্পর্কে ধারণা দেয়া বাড়ির
মা বোনদের কর্তব্য। সেইসঙ্গে তাকে স্যানিটারি ন্যাপকিনও ব্যবহারও শিখিয়ে দেয়া উচিত।
কিছু কিছু বিষয়ে রক্ষণশীল ভাব মন থেকে প্রত্যেক মা বাবাদেরই এতটা আনা উচিত নয়। কারণ
এই সকল বিষয় সম্পর্কে মেয়েদের সচেতন করাটা প্রত্যেক মায়েদেরই কর্তব্য। তা না হলে এর
থেকেও জন্ম নেবে অন্য কোন শারীরিক বা মানসিক সমস্যা।
একটি মন্তব্য পোস্ট করুন