অরুচি (অক্ষুধা) হোমিওপ্যাথিক চিকিৎস

অরুচি (অক্ষুধা) হোমিওপ্যাথিক চিকিৎস

রোগ বিবরন : ইহা সাধারনতঃ হজম শক্তির গোলযোগের কারনে দেখা দেয়। অপরিমিত ভোজন শারীরীক পরিশ্রম না করা। অলস ভাবে বসিয়া দিন বা আরো নানা কারনে এই রোগ জন্মাতে পারে। কঠিন রোগ ভোগের পর এবং বৃদ্ধ বয়সে অরুচি বা ক্ষধাহীনতা রোগ দেখা দেয়।

হোমিওপ্যাথিক চিকিৎস

হাইড্রাসটিস (Hydrastis) : পেটে ক্ষুধা মুখে অরুচি অথাৎ পেটে ক্ষুধা আছে থাইতে ইচ্ছা হয় কিন্ত যে কোন খাদ্য মুখে ভাল লাগে না। জোড় করিয়া কিছু আহার করিলে পেটে যন্ত্রনা বাড়ে ইত্যাদি লক্ষনে ইহা উপকারী।


সেবন বিধি : শক্তি Q ৪ ফোটা অর্ধ ছটাক জলসহ প্রত্যহ দুই বার।

কলচিকম (Calchicum) : খাদ্য দ্রব্যা অভক্তি খাইবার ইচ্ছামতো দুরের কথা খাদ্য দ্রব্য দেখিতেও চায় না। খাদ্য দ্রব্যার গন্ধে বমি আসিতে চায়। কিছু খাইবার জন্য আবদার করিলে রোগী বিরক্ত বোধ করে।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে ২ বার।

জেনসিয়ানা (Gentiana Lutea) : যদি জানেন রোগীর ক্ষুধাও হয় না। খাইতেও পারেনা অক্ষধা। তথায় এই ঔষধ প্রয়োগ করিবেন উপকার হইবে।

সেবন বিধি : শক্তি Q ছয় ফোটা অর্ধ ছটাক জলসহ প্রত্যহ তিন বার আহারের পর সেবন করিতে হয়।

নাক্স ভমিকা (Nux Vom) : ক্ষধা ও বল শক্তি বৃদ্ধিতে নাক্স ভমিকা এক আদর্শ টনিক।

সেবন বিধি : শক্তি Q ২-৪ ফোটা বয়স অনুপাতে অর্ধ ছটাক জলসহ প্রত্যহ রাতে এক বার।

অ্যালফালফা (Alfalfa) : এই ঔষধ কিছিুদিন নিয়মিত সেবন করিলে হজম শক্তি বৃদ্ধি হয়।ক্ষুধা ও খাওয়ার রুচি বাড়ে।

সেবন বিধি : শক্তি Q ৫-১০ ফোটা বয়স অনুপাতে দিনে তিন বার।

আমলকি (Amloki) : খাদ্যর অরুচিতে আমলকি একটি প্রশংষনীয় ঔষধ। নিয়মিত কিছুদিন সেবন করিলে ক্ষুধা ও আহারে রুচি বাড়ে।

সেবন বিধি : শক্তি Q ৫-১০ ফোটা বয়স অণুপাতে অর্ধ ছটাক জলের সহিত দিনে তিন বার।

হোমিওপ্যাথিক বাইওকেমিক চিকিৎসা

ক্যালকেরিয়া ফস (Calcaria Phos) : অক্ষুধা অরুচি কোন রোগ ভোগের পর ক্ষুধাহীন রক্তহীন দুর্বল ফসের সঙ্গে পর্যাক্রমে সেবনে ও খুব শীঘ্র উপকার হয় ।শিশুদের অরুচিতে ইহা উত্তম কাযকারী।


সেবন বিধি: শক্তি 6x বা 12x ২-৪ বড়ি এক মাত্রা ।বয়স অনুপাতের প্রত্যাহ তিন বার।

নেট্রাম মিউর (Natrum Mur) : খাদ্যার রুচি বাড়াইতে নেট্রাম মিউর উত্তম কাযকারী ঔষধ।ক্যালকেরিয়া ফসের সঙ্গে পর্যাক্রমে সেবনেও খুবশীঘ্র উপকার হয়।

সেবন বিধি : শক্তি 12x ১-৪ বড়ি মাত্রা। বয়স অনুপাতে প্রত্যাহ চার বার হোমিও প্রথ্যাকি 30, 200 1m বা আরো উচ্চ শক্তি।

দ্রষ্টব্য : শিশুর খাদ্য অরুচিত সকালে ফেরাম ফস 6x বা 12x বিকালে ক্যালকেরিয়া ফস 6x বা 12x সেবনে ক্ষুধা ও খাদ্যার রুচি পড়ে।

অরুচি (অক্ষুধা) হোমিওপ্যাথিক চিকিৎস

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

পত্যহ সকাল বিকাল খোলা বায়ুতে ভ্রমন শীতল জলে স্নান ও প্রতুষ্য শয্যা হইতে উঠিয়া সহ্যমত ব্যায়াম হিতকর। পুরাতন সরু চাউলের অন্ন ।ইচ্ছা মত মাছের ঝোল এবং সহজে হজম হয় এই রকম আহার করা নিষেধ।


রোগী বিবরন : রহিমা খাতুন বয়স ৫২ বৎসর বিধবা জীর্ণ শীর্ণ দুর্বল কোটরাগত চোখ মুখ চোপসান দুর্বল কোষ্ঠ কাঠিন্য শীত কাতর পূর্বে মেজাজ ভা্লই ছিল বর্তমানে খিটখিটে পেটে ক্ষিধা আছে কিন্ত মুখে অরুচি কোন কিছুই খাইতে ভাল লাগে না ।পেট খালী বোধ মুখে অরুচি মাঝে মাঝে শ্বেত বা হলেদে বর্নের প্রদার স্রার।এই দুর্বল মহিলার জন্য হাইড্রাসটিস Q ৪ ফোটা অর্ধ জল সহ দিনে তিন বার সেবন করিতে দেওয়ায় তিনি সুস্থ্য হয়।


=====[ Be Careful ]=====


হোমিওপ্যাথিক ঔষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

অথাবা হোমিওপ্যাথিক ঔষধ অপব্যবহার জনিত কোন সমস্যা শিকার হলে এই পেইজ কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না। ধন্যবাদ।

Post a Comment

নবীনতর পূর্বতন