হার্নিয়া / অন্ত্রবৃদ্ধি Hernia হোমিওপ্যাথিক চিকিৎসা।

হার্নিয়া / অন্ত্রবৃদ্ধি Hernia হোমিওপ্যাথিক চিকিৎসা।

হার্নিয়া আমাদের দেশে সচরাচর দেখা যায় এমন একটি পরিচিত রোগ যাতে নাড়িভূড়ির একটি অংশ উদরগ্রাত্র ভেদ করে অণ্ডথলিতে নেমে যায়। মানুষের পেটের ভিতরে খাদ্যনালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, এবং এটি বিশ থেকে ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয়৷ হার্নিয়ার ক্ষেত্রে পেটের কিছু দুর্বল অংশ দিয়ে ক্ষুদ্রান্ত্রের অংশ বিশেষ অণ্ডথলিতে চলে আসে৷ তখন কুচকি এবং অণ্ডথলি অস্বাভাবিক ফুলে যায় এবং ব্যথা হয়৷

কারন-
আমাদের পেটের কিছু অংশ আছে যেগুলো আশেপাশের অংশ থেকে অপেক্ষাকৃত দুর্বল থাকে৷ অনেকের জন্মগতভাবে এ অংশগুলো দুর্বল থাকে৷ পেটের ভিতরের চাপ যদি বেশি হয়, যেমন-অনেক দিনের পুরানো হাঁচি, কাশি বা কোষ্ঠকাঠিন্য আছে, তাদের বেলাতেও ক্ষুদ্রান্ত্র এই দুর্বল অংশগুলো দিয়ে বেরিয়ে আসতে পারে৷ উদর এবং উরুর সংযোগ স্থলে হার্নিয়া হতে পারে৷ এটা সাধারণত পুরুষদের হয়৷ মহিলাদের বেলাতে উরুর ভেতরের দিকে স্ফীত দেখা যায়৷ নাভির চারপাশে বা কোনো একপাশে ফুলে যায়৷ এটাকে নাভির হার্নিয়া বলা হয়৷ পূর্বে অস্ত্রোপাচার করা হয়েছে এমন জায়গাতেও হার্নিয়া হতে পারে৷ এটাকে ইনসিশনাল হার্নিয়া বলা হয়৷ ভারী জিনিস তুলতে গিয়ে হতে পারে৷ পুরুষদের প্রস্টেটের অসুখ, মুত্রাশয়ের অসুখের কারণে হতে পারে৷ চাপ দিয়ে প্রস্রাব করলে হতে পারে৷ প্রসবের পর ভারি কাজ বা অনবরত সিঁড়ি ভাঙলে হার্নিয়া হতে পারে৷

লক্ষন-
• কুচকি বা অণ্ডথলি ফুলে যায়৷
• নাভির একপাশে বা চারপাশে ফুলে যায়৷
• উরুর গোড়ার ভেতরের দিকে ফুলে যায়৷
• আগে অপারেশন করা হয়েছে এমন কাটা জায়গা ফুলে যায়৷

সাধারণত শারীরিক পরীক্ষার মাধ্যমে ইনগুইনাল হার্নিয়া নির্ণয় করা হয়। চিকিৎসক কুঁচকির এলাকার ফোলা পরীক্ষা করে অনেক সময় হার্নিয়া নির্ণয় করেন। যেহেতু কাশি দিলে হার্নিয়া অধিক স্পষ্ট হয়ে দেখা দেয়, তাই কাশি দেয়াটাও চিকিৎসকে পরীক্ষার একটা অংশ হতে পারে।

Nux Vom: কোষ্ঠকাঠিন্যের ধাত। বাম দিকের অন্ত্র বৃদ্ধি/ হার্ণিয়ায় কার্যকরী। ৬-পর্যায়ক্রমে উচ্চশক্তি।

Opium: কোষ্ঠকাঠিন্যের ধাত। দুই তিন দিন পরও পায়খানার বেগ হয়না। শক্ত কালো ছোট বলের মত মল, তাদের হার্নিয়ায় উপকারী। ৩০-২০০ শক্তি।

Belladona: হার্নিয়ার স্থান লালচে দপদপে ব্যাথা। অন্ত্র বের হয়ে ফিরে যেতে পারেনা। পেট সেটে ধরে। ৩x-৬ শক্তি বারবার সেব্য।

Plumbum Met: ভীষন কোষ্ঠবদ্ধ, গুটলে শক্ত মল। ডান পাশে হার্নিয়া। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।

Lycopodium: পেট বায়ুপূর্ণ, পেট ডাকে ও খোঁচা মারা ব্যথা। ডান পাশের হার্নিয়া। ৩০-২০০ শক্তি।

বায়োকেমিকঃ
Ferrum Phos: হার্নিয়ার প্রথমাবস্থা, আক্রান্ত স্থান লালচে, চিড়িক মারা ব্যথা। ৬x শক্তি।

Cal.Flour: হার্নিয়ার প্রধান ঔষধ। নতুন বা পুরানো যেকোন হার্নিয়ায় উপযোগী। ৬x-১২x শক্তি।

Post a Comment

নবীনতর পূর্বতন