মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম (Womens Facial Hair and Unwanted Hair) হোমিওপ্যাথিক চিকিৎসা।

অনেক সময় মেয়েদের ঠোঁটের উপর (গোঁফ), চিবুক ও থুতনিতে, বুকে, পিঠে বা পেটে চুল বা কালো পশম বৃদ্ধি পেতে দেখা যায় ইহাকে হির্সুটিজ্‌ম বলে।

কারণঃ নারী দেহ খুব অল্প পরিমাণে পুরুষ হরমোন এন্ড্রোজেন নিঃসরণ করে, কখনও এর মাত্রা বেড়ে গেলে অনাকাঙ্খিত লোম প্রকাশ পেতে পারে। বংশগত কারণে হতে পারে। এছাড়াও যারা PCOS (Polycystic ovarian syndrome) এর রোগী তাদের হরমোন অসামঞ্জস্যতা জনিত ব্রণ, অনিয়মিত মাসিক, ওজন হ্রাস এবং ডায়াবেটিসের সাথে অবাঞ্চিত লোম দেখা দিতে পারে। হঠাৎ করে এমন লোম /চুল প্রকাশ পেলে বুঝতে হবে কোথাও টিউমার হয়েছে যা এন্ড্রোজেন হরমোনের মাত্রা বাড়াচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রে কারণ জানা যায়না।

Olium Jac: স্ক্রুফুলা ধাতু অর্থাৎ গ্লান্ডের পীড়ায় আক্রান্ত, শরীরে আয়োডিনের ঘাটতি আছে এমন নারীদের অজানা কারণে অবাঞ্চিত লোম/চুল। 1x-3x শক্তি কার্যকরী।

Thyroidinum: উপরোক্ত স্ক্রুফুলা ধাতু অর্থাৎ গ্লান্ডের পীড়ায় আক্রান্ত রোগী, শরীরে আয়োডিনের ঘাটতি আছে এমন নারীদের ক্ষেত্রে ৩০-২০০ শক্তি কার্যকরী।

Aurum Mur Nat: জরায়ুপীড়াগ্রস্থ নারী বা PCOS (Polycystic ovarian syndrome) আক্রান্ত নারী। ৩x-৩০ শক্তি প্রযোজ্য।

Thuja Occ: হরমোনাল ইম্ব্যালেন্স থেকে ডায়াবেটিস, ওজন হ্রাস। আঁচিলের ইতিহাস বা সঙ্কেত পেলে। ৩x-২০০ শক্তি সেবনীয়।

Sepea: এন্ড্রোজেন হরমোনের বৃদ্ধি জনিত নারী দেহের বিভিন্ন স্থানে অবাঞ্চিত লোম। Q-৩০-২০০ শক্তি উপকারী।

Sebal seru: এন্ড্রোজেন হরমোনের বৃদ্ধি জনিত নারী দেহের বিভিন্ন স্থানে অবাঞ্চিত লোম। Q-৩০-২০০ শক্তি।






Post a Comment

নবীনতর পূর্বতন