ব্লাড প্রেসার (Blood Pressure) হোমিওপ্যাথিক চিকিৎসা।

রক্ত চাপ যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন উচ্চ রক্তচাপ হয়। মস্তিস্ক মেরুজল হৃৎপিণ্ডের তৃতীয় অংশ থেকে ওপরে উঠে স্নায়ুতন্ত্রে প্রবেশ করে। যখন মস্তিষ্ক মেরুজলে লবণের পরিমাণ বেড়ে যায়, তখন বহির্গত নালির বাল্বের ভেতরে অবস্থিত চুলের মতো সূক্ষ কোষগুলো শক্ত হয়ে যায়। এর ফলে মস্তিষ্ক মেরুজলের প্রবাহ ব্যাহত হয়। হৃৎপিণ্ডের তৃতীয় অংশে এই মস্তিষ্ক মেরুজলকে ওপরে ঠেলার জন্য যে চাপের সৃষ্টি হয় তাই উচ্চ রক্তচাপ। অনেক সময় দুশ্চিন্তাজনিত কারণ থেকেও এটি হতে পারে। উচ্চ রক্তচাপের ফলে করোনারি হার্ট ডিজিজ, হার্টফেল, স্ট্রোক, কিডনি অকেজো ইত্যাদি মারাত্মক সমস্যা দেখা দেয়।

লক্ষণ-
মাথাব্যথা, বিশেষ করে পেছনের দিকে ব্যথা। অনেক সময় সকালে ঘুম থেকে উঠার পর ব্যথা অনুভূত হয়। দু-চার ঘণ্টা পর কমে যায় * মাথা ঘোরা * বুক ধড়ফড় করা * মনোযোগের অভাব * অল্পতে হাঁপিয়ে যাওয়া * মাংসপেশির দুর্বলতা * পা ফোলা * বুকে ব্যথা * নাক দিয়ে রক্ত পড়া * ক্লান্তিবোধ * ঘাড় ব্যথা।

কারণ সমূহ-
১। ধূমপান
২। ওজন বেশি
৩। অলস জীবন যাপন
৪। খাবারের সঙ্গে বেশি লবণ গ্রহণ
৫। নেশাজাতীয় দ্রব্য সেবন
৬। বংশগত কারণে
৭। ক্রনিক কিডনি রোগ
৮। অ্যাড্রেনাল ও থাইরয়েড গ্রন্থির সমস্যা।

Rauwalfia Ser: উচ্চ রক্তচাপের মহৌষধ। বিশেষ করে উচ্চ রক্তচাপ জনিত অনিদ্রা। Q শক্তি।

Glonoine: উচ্চ রক্তচাপ জনিত ভয়ানক মাথাব্যাথা। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।

Lycopus Virginicus: হৃৎপিন্ডের পীড়ার সহিত উচ্চ রক্তচাপ। বুক ধড়ফড় করে রক্তের উচ্চচাপ। ৩০-২০০ শক্তি উপকারী।

Belladona: দপদপে মাথাব্যাথা, চোখ মুখ ফোলা ভাব লালচে। ২০০ শক্তি উপকারী।

বায়োকেমিকঃ Kali Phos, Nat.Mur 6x/12x গরম পানিতে সেব্য।




Post a Comment

নবীনতর পূর্বতন