বিভিন্ন কারণে বমি বমি ভাব বা বমি হতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস, জন্ডিস, কৃমি, মাথা ধরা বা ঘোরা, জ্বর, যানবাহনে ভ্রমণ, অন্তঃস্বত্তা, অজীর্ণ, আঘাত, প্রভৃতি, কারণে বমি হতে পারে।
Ipecac: বমির শ্রেষ্ঠ ঔষধ। বমির চেয়ে বমির ভাব বেশি। গা বমি বমি। জিহ্বা পরিস্কার রোগী মাথা নিচু করলে বমির ভাব বৃদ্ধি পায়। ৬-৩০ শক্তি সেব্য।
Cocolus Ind: গাড়ি নৌকা বা কোন যানবাহনে চড়লে বা চলমান যানবাহনের দিকে তাকালে বমির ভাব কিংবা বমি। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।
Arnica Mont: আঘাত লেগে অথবা অস্ত্রোপচারের পর বমি বা বমির ভাব। ৬-৩০ শক্তি প্রযোজ্য।
Arsenic Alb: অত্যাধিক পিপাসা, অল্প মাত্রায় ঘন ঘন পানি পান। জল পান মাত্রই বমি, পেট জ্বালা, অস্থিরতা ইত্যাদি লক্ষণে। ৩০ শক্তি কার্যকরী।
Acid Sulph: বুক বা গলা জ্বালাপোড়া, টক ঢেকুরের সাথে টক বমি, বমির পর দাঁত টক হয়ে যায়। ৩০ শক্তি।
Bismuth: খাদ্য দ্রব্য আহার বা জল পান করা মাত্র বুকে ব্যাথা ও পেট জ্বালা করে বমি, সেই জ্বালা ও ব্যাথা ঠান্ডা জলপানে উপশম। ৩০ শক্তি সেব্য।
Aethusa: শিশু দুধ খাওয়ার পর দধির মত চাপ চাপ টক গন্ধযুক্ত বমি। বমির পর শিশু নিস্তেজ হয়ে পড়ে। ৬-৩০ শক্তি উপকারী।
Colochicum: রান্নার গন্ধ পাওয়া মাত্র বমি বা বমির ভাব। বমির পর পেট জ্বালা। ৩০ শক্তি।
বায়োকেমিকঃ
Ferrum Phos: বমি বা বমির ভাব। ভুক্ত দ্রব্য বমন বা রক্ত বমন। ৬x প্রযোজ্য।
Nat.Phos: অজীর্ণ, পিত্তদোষ, কৃমি ইত্যাদি কারণে টক বমন। ৩x-৬x উপকারী।
Nat.Sulph: তিক্ত স্বাদযুক্ত পিত্ত বমন। ৬x-১২x ফলপ্রদ।
একটি মন্তব্য পোস্ট করুন