বমি/বমন (Vomiting) হোমিওপ্যাথিক চিকিৎসা।

বিভিন্ন কারণে বমি বমি ভাব বা বমি হতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস, জন্ডিস, কৃমি, মাথা ধরা বা ঘোরা, জ্বর, যানবাহনে ভ্রমণ, অন্তঃস্বত্তা, অজীর্ণ, আঘাত, প্রভৃতি, কারণে বমি হতে পারে।

Ipecac: বমির শ্রেষ্ঠ ঔষধ। বমির চেয়ে বমির ভাব বেশি। গা বমি বমি। জিহ্বা পরিস্কার রোগী মাথা নিচু করলে বমির ভাব বৃদ্ধি পায়। ৬-৩০ শক্তি সেব্য।

Cocolus Ind: গাড়ি নৌকা বা কোন যানবাহনে চড়লে বা চলমান যানবাহনের দিকে তাকালে বমির ভাব কিংবা বমি। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।

Arnica Mont: আঘাত লেগে অথবা অস্ত্রোপচারের পর বমি বা বমির ভাব। ৬-৩০ শক্তি প্রযোজ্য।

Arsenic Alb: অত্যাধিক পিপাসা, অল্প মাত্রায় ঘন ঘন পানি পান। জল পান মাত্রই বমি, পেট জ্বালা, অস্থিরতা ইত্যাদি লক্ষণে। ৩০ শক্তি কার্যকরী।

Acid Sulph: বুক বা গলা জ্বালাপোড়া, টক ঢেকুরের সাথে টক বমি, বমির পর দাঁত টক হয়ে যায়। ৩০ শক্তি।

Bismuth: খাদ্য দ্রব্য আহার বা জল পান করা মাত্র বুকে ব্যাথা ও পেট জ্বালা করে বমি, সেই জ্বালা ও ব্যাথা ঠান্ডা জলপানে উপশম। ৩০ শক্তি সেব্য।

Aethusa: শিশু দুধ খাওয়ার পর দধির মত চাপ চাপ টক গন্ধযুক্ত বমি। বমির পর শিশু নিস্তেজ হয়ে পড়ে। ৬-৩০ শক্তি উপকারী।

Colochicum: রান্নার গন্ধ পাওয়া মাত্র বমি বা বমির ভাব। বমির পর পেট জ্বালা। ৩০ শক্তি।

বায়োকেমিকঃ
Ferrum Phos: বমি বা বমির ভাব। ভুক্ত দ্রব্য বমন বা রক্ত বমন। ৬x প্রযোজ্য।

Nat.Phos: অজীর্ণ, পিত্তদোষ, কৃমি ইত্যাদি কারণে টক বমন। ৩x-৬x উপকারী।

Nat.Sulph: তিক্ত স্বাদযুক্ত পিত্ত বমন। ৬x-১২x ফলপ্রদ।




Post a Comment

নবীনতর পূর্বতন