প্রসব বেদনা/সহজ প্রসব (Labor Pain) হোমিওপ্যাথিক চিকিৎসা।

নরমাল ডেলিভারির জন্য গর্ভ ধারণের চার মাস পর থেকে নিয়মিত হোমিওপ্যাথি ঔষধ সেবন করা ভাল। গর্ভবতীর সুস্বাস্থ্য এবং গর্ভের শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে ইহা সহায়ক ভূমিকা পালন করে এবং গর্ভাবস্থায় নানা উপসর্গ দূর করে।

এছাড়া প্রসব বেদনা ত্বরান্বিত করতে এবং সার্জারী ছাড়া নরমাল ডেলিভারিতে কিছু ঔষধ দারুণ উপকারী।

নোটঃ গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ব্যাতীত কোন ঔষধ সেবন করা উচিত নয়।

Pulsetilla: গর্ভধারনের ৪র্থ মাস থেকে ৩০শক্তি প্রত্যহ একবার এবং সাথে বায়োপ্লাজেন-২৬ প্রত্যাহ তিন বার সেবনে সুপ্রসব হয়। এর ২০০ শক্তি ব্যথাকে ত্বরান্বিত করে দ্রুত ভূমিষ্ঠ করনে সহায়ক।

Caulophylum Tig: স্থান পরিবর্তনশীল প্রসব বেদনা, কখনো পিঠে কখনো উরুতে, হঠাৎ ব্যাথা উঠে হঠাৎ চলে যায়, জরায়ু মুখ শক্ত, বহুক্ষণ প্রেশার দেয়ার কারণে গর্ভীনী দুর্বল ও ক্লান্ত। ৩x-৩০ শক্তি ঘন ঘন সেব্য।

Secale Cor: পরীক্ষা করে জানতে পারা গেল জরায়ু মুখ খোলা অথচ ব্যাথার তীব্রতা কম বলে প্রসবে বিলম্ব হচ্ছে, মাঝে মাঝে ব্যাথা থাকেনা। ৬-২০০ শক্তি ঘন ঘন সেব্য।

Cimicifuga: জরায়ুর মুখ শক্ত, কোমর ও তলপেটে ব্যাথা। পর্যাপ্ত ব্যাথা থাকা সত্যেও প্রসবে বিলম্ব হলে, গর্ভীণীর মূর্চ্ছাভাব হলে। Q-৩x শক্তি ঘন ঘন সেব্য।

Gelsemium: জরায়ু মুখ অত্যন্ত শক্ত। দীর্ঘ সময় যাবত বেদনা হওয়া সত্বেও মুখ খুলতে


বায়োকেমিকঃ
Kali Phos: সর্ব প্রকার প্রসব বেদনায় কার্যকরী। ৩x-৬x শক্তি।




নবীনতর পূর্বতন