পোড়া ঘা (Burnt) হোমিওপ্যাথিক চিকিৎসা।

আগুনে পুড়ে গেলে সাথে সাথে প্রচুর ঠান্ডা পানি ঢালতে হবে। ডিমের সাদা অংশ বা গোল আলুর রস ইত্যাদি দেয়া যেতে পারে, মোটকথা স্থানটি ঠান্ডা রাখতে হবে।

১ম ধাপ: তাপ লেগে চামড়া লাল হয়ে যায়। কোনো ফোস্কা পড়ে না। এপর্যায়ে শুধু পানি ঢাললেই হবে।

২য় ধাপ: চামড়া পুড়ে ফোস্কা পড়ে। দীর্ঘ ১-২ ঘন্টা সময় পর্যন্ত পানি ঢাললেই হবে।

৩য় ধাপ: পুড়ে যাওয়ার গভীরতা চামড়া ভেদ করে মাংস পর্যন্ত বিস্তৃত হয়। এমন হলে দ্রুত চিকিৎসকের নিকট যেতে হবে।

Cantharis: যেকোন প্রকার দগ্ধই হোক, গরম তেল গরম জল কিংবা অন্য কোন ভাবে পুড়ে গেলে Q শক্তি জলের সাথে মিশিয়ে বাহ্য প্রয়োগ। ৩x-৬ শক্তি ঘন ঘন সেব্য।

Acid Carbolic: পোড়া ঘায়ে দুর্ঘন্ধ হলে প্রযোজ্য। ৬-৩০ শক্তি সেব্য এবং Q শক্তি নারকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার্য।

Cousticum: পোড়া ঘা শুকিয়ে গেলেও অনেক সময় লালচে দাগ হয়ে থাকে, সেখানে চুলকায় এবং পাকে। চুনে মুখ পুড়ে গেলে উপকারী। ৩০-২০০ শক্তি উপকারী।

Urtica Uren-Q শক্তিও বাহ্যিক ব্যবহারে ফল পাওয়া যায়।

বায়োকেমিকঃ
Ferrum Phos: যেকোন ধাপের পোড়া হোক বিশেষ করে জল বা তেলে ঝলসে গেলে উপকারী। ৩x শক্তি জলের সাথে বাহ্য প্রয়োগ এবং ৬x শক্তি সেব্য।

Kali Mur: ২য় ধাপের পোড়া বা ফোস্কা পরলে ৬x শক্তি সেব্য।




নবীনতর পূর্বতন