যৌনবাহিত রোগ যেমন প্রমেহ/ গনোরিয়া, সিফিলিস থেকে প্রশ্রাবের নানা সমস্যা। ঠান্ডা লেগে, জলে ভিজে, রাত জেগে, অতিরিক্ত মানসিক বা দৈহিক পরিশ্রম করার ফলে মূত্রযন্ত্রের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। শিশু ভূমিষ্ঠ হবার ২-৩ দিন পরও প্রস্রাব না করা, প্রস্রাবকালীন শিশুর কান্না করা। বৃদ্ধদের প্রস্টাইটিস বা প্রষ্টেট গ্ল্যান্ড সম্মন্ধীয় পীড়া ইত্যাদি।
Aconite Nap: শিশু ভূমিষ্ঠ হবার ২/১ দিন পরও প্রস্রাব না করলে ইহা অব্যর্থ। ৩x-৬x শক্তি দশ মিনিট অন্তর অন্তর সেব্য।
Borax: শিশু প্রস্রাব করার সময় কেঁদে উঠে, দুর্গন্ধযুক্ত গরম প্রস্রাব। নিম্ন গতিতে ভয় পায়। ৬-৩০ শক্তি প্রযোজ্য।
Cina: কৃমিগ্রস্থ শিশুদের ঘন ঘন প্রস্রাব। অসাড়ে ফোঁটা ফোঁটা প্রস্রাব। শিশুদের বিছানায় প্রস্রাব। ২০০ শক্তি উপকারী।
Sebal Seru: বৃদ্ধদের বা যে কারো প্রস্টাইটিস (প্রস্টেট গ্ল্যান্ডের ইনফেকশান), প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, লিঙ্গের গোড়ার দিকে বেদনা, অনেক্ষণ কোঁথ দেয়ার পর ফোঁটা ফোঁটা প্রস্রাব, কষ্টকর প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া। Q শক্তি ফলপ্রদ।
Equisetium H : মূত্রনালীতে ব্যথা, সর্বদা প্রশ্রাবের ইচ্ছা, প্রশ্রাবের বেগ ধারণে অক্ষম তাই বেগ হলেই সাথে সাথে যেতে হয়, প্রস্রাব শেষে প্রচন্ড ব্যাথা, প্রস্রাবে রক্ত। বৃদ্ধদের প্রষ্টেট গ্ল্যান্ড বৃদ্ধির জন্য কষ্টকর প্রস্রাব। নতুনদের Q শক্তি, পুরনো হলে ২০০-উচ্চ শক্তি উপকারী।
Petroselenium: হঠাৎ প্রশ্রাবের বেগ। বেগ ধারণে অক্ষম তাই বেগ হলেই দ্রুত যেতে হয়, প্রস্রাব ত্যাগ কালে জ্বলাপোড়া। ৩০-২০০ শক্তি সেব্য।
Causticum: বেগ ধারণে অক্ষম, মূত্রথলীর পক্ষাঘাত জনিত অসাড়ে প্রস্রাব, হাঁচি-কাশির মাঝে অসাড়ে প্রস্রাব, অতি ধীরে বা সরু হয়ে মূত্র নিঃসরণ। শিশুদের বিছানায় প্রস্রাব করা। ৩০-২০০ শক্তি সেব্য।
Cantharis: জ্বালাপোড়া সহ ফোঁটা ফোঁটা প্রস্রাব, কোঁথ দিতে হয়, কষ্টকর মুত্রত্যাগ। Q-৩০শক্তি উপকারী।
Acid Benz: দুর্গন্ধযুক্ত, মাঝে মাঝে অসাড়ে মূত্রত্যাগ, শীতকাতর, ঘোড়ার মূত্রের ন্যায় গন্ধ। ২০০-উচ্চশক্তি।
বায়োকেমিকঃ
Ferrum Phos, Kali Phos, Kali Mur 6x-12x