কৃমি সকলের অন্ত্রেই আছে, কারো কম কারো বেশি। কৃমি অনেক প্রকার হয়-ছোট কৃমি, বড় কৃমি, কেঁচো কৃমি, সূতা কৃমি, ফিতা ও চ্যপ্টা ফিতা কৃমি। অধিক মিষ্টি আহার, দূষিত পানি পান, নোংরা হাতে খাবার স্পর্শ, অধিক মাংস বা কাঁচা ফলমূল আহার ইত্যাদি কারণে হয়।
লক্ষণঃ পেট ব্যথা, দাঁত কিড়মিড় করা, ঘুম থেকে চিৎকার করে উঠা, নাক নখ খোঁটা, গুহ্যদ্বার চুলকানো, ক্ষুধা বৃদ্ধি বা লোপ।
Filix Mas: কৃমি জনিত পেটে ব্যথা, কোষ্ঠবদ্ধ, কেঁচো বা ফিতা কৃমি। Q শক্তি।
Tucrium: ছোট কৃমি বা সূতা কৃমির জন্য গুহ্যদ্বার চুলকায়। ১x-৩x শক্তি ভাল।
Cina: ঘুমের মাঝে দাঁত কিড়মিড় করে, শিশুর বদমেজাজ ও ঘ্যান ঘ্যান করে, ঘুমের মাঝে চমকে উঠে, ক্ষুধা বৃদ্ধি বা লোপ, বিছানায় প্রস্রাব। ১x-২০০ যে কোন শক্তি ফলপ্রদ।
Santonine-১x, ও Granatum -Q : যেকোন কৃমিতে মহৌষধ।
বায়োকেমিকঃ Nat.phos ও Kali Mur-৩x উপকারী।