লেরিংজাইটিস/ ফেরিংজাইটিস (inflammation of the larynx), ব্রংকাইটিস (inflammation of the bronchi), টনসিলাইটিস (inflammation of tonsiles) ইত্যাদি গলা মধ্যস্থ পীড়া। ঠান্ডা সর্দি লাগা, ঠান্ড জলে স্নান বা পান, উচ্চস্বরে গান বা কথা বলার কারণে, কান্নাকাটি করার ফলে গলা ব্যথা বা ঢোক গিলতে কষ্টবোধ। পানাহার করতে কষ্ট।
Belladonna: ঠান্ডা বাতাস অসহ্য, গলার ভেতর লালচে, গরমবোধ, ঢোক গিলতে কষ্ট। ৩x-৩০ ঘন ঘন সেব্য।
Apis Mel: গলনালী সঙ্কোচভাব, হুল ফোটানো ব্যথা, গলার ভেতরে বা বাইরে থলির মত ফোলা। ৬-৩০ শক্তি।
Baryat Carb: কার্ব এর ধাতুগ্রস্থ (মোটা, কালো, ঘর্মপ্রবণ) রোগীর গলার ভেতরে বা বাইরে গ্ল্যান্ড ফোলা, গলার ভেতর ক্ষত, পানি ব্যতিত অন্য কিছু গিলতে পারেনা। ৩০-২০০ শক্তি।
Condurango: অন্ননালী সরু হয়ে যাওয়া, বুকে জ্বালাকর ব্যথা, আহারীয় খাদ্য বা পানি গলায় আটকে যায়। ঠোঁটের কোন ফাটা বা সাদাটে। ৩০-২০০ শক্তি উপকারী।
Merc Sol: নাতিশীতোষ্ণতা পছন্দ করে, জিহ্ববায় দাঁতের দাগ, মুখ থেকে লালা পড়ে, গলা শুষ্কতার জন্য মাঝে মাঝে পানি পানের ইচ্ছা কিন্তু ঢোক গিলতে পারেনা। রাতে বিছানায় রোগের বৃদ্ধি। ৩০-২০০ শক্তি প্রযোজ্য।
Acid Nit: ঠোঁটের কোন ফাটা, প্রস্রাবে দুর্গন্ধ, সহজেই ঠান্ডা লাগে, মাঝে মাঝে পেট খারাপ থাকে, শীতকাতর, গলায় মাছের কাঁটাবিদ্ধবৎ খোঁচামারা ব্যথা। ২০০-১এম শক্তি কার্যকরী।
Lachesis: গলায় গোলার মত বস্তু, গলনালী বন্ধের উপক্রম, গলায় বাইরে বেদনা, নিদ্রাভঙ্গে বৃদ্ধি। ৩০-২০০ শক্তি উপকারী।
Heper Sulph: গলায় ফুস্করির মত উদ্ভেদ হতে রস/ লালা বের হয়। গলা ফোলে শ্লেষ্মা জমে কিন্তু কাশির সাথে কফ/শ্লেষ্মা বর হয়না। ৬-৩০ শক্তি উপকারী।
Kali Bich: কাশি, গলা ব্যথা, ফিস্ফিসে কন্ঠস্বর, গলার ভেতর ঘা, গলায় আঠার মত কফ্ জমে ফেলতে গেলে তারের মত লম্বা হয়। ১২x- ২০০ শক্তি।
Eupeturium Perf: কাশি, গলা ব্যথা, ব্যথা লেরিংস হতে ট্রকিয়া ও ব্রঙ্কাইয়ে পরিচালিত হয়। কাশির সময় বুকে বা মাথায় চেপে ধরতে হয়। ৩০-২০০ শক্তি।
Ammon Cousticum: লেরিংসে প্রদাহ, স্বরভঙ্গ, গলাব্যথা, আলজিবে শ্লেষ্মা জড়িয়ে থাকে।
বায়োকেমিকঃ Ferrum phos, Cal.phos 6x-12x উপকারী।