এক প্রকার ছোঁয়াচে চর্মরোগ। সাধারণত হাতে পায়ে আঙ্গুলে, কনুই ও নিতম্বে প্রকাশ পায়। রস বা পুঁজ যুক্ত ছোট ছোট ফুস্কুরি আকারের হয়। নোংরা ও অপরিচ্ছন্নতার কারণেই অধিক হয়।
Echinacea: হাতে পায়ে আঙ্গুলে, কনুই ও নিতম্বে,গুপ্তস্থানে রসালো বা পুঁজযুক্ত চুলকানী। ১x-৩x শক্তি উপকারী।
Psorinum: পাঁচরায় ভয়ানক চুলকানী, দূর্গন্ধ, গোসলে অনীহা, শীতকাতর, অপরিচ্ছন্ন। ২০০ বা ১এম সেব্য।
Sulpher: অপরিচ্ছন্ন, গরমকাতর, ঠান্ডা দিলে চুলকানি কমে, চুলকিয়ে মজা পায়,গোসলে অনীহা। ৩x-২০০ শক্তি পর্যায়ক্রমে।
Mezereum: হলুদ বর্ণের রস বা পুঁজ, চুলকানী। ১২-২০০ শক্তি।
বায়োকেমিকঃ B.P-20 উপকারী।