র্ভাবস্থায় উপসর্গ (Pragnancy Disorder) হোমিওপ্যাথিক চিকিৎসা।

গর্ভ ধারণের পর বমি ভাব, শোথ, তলপেট ব্যথা,গর্ভপাতের উপক্রম, প্রসাবে এলবুমেন, কোষ্ঠকাঠিন্য, অরুচি, খাদ্যে গন্ধ ইত্যাদি অস্বাভাবিকতা দেখা দিতে পারে।

Ipecac: বমি বা বমিভাব, খাবার পরই তা বমির মাধ্যমে বেরিয়ে আসে। ৬-৩০ শক্তি।

Amon Benz: দূর্গন্ধযুক্ত সামান্য প্রশ্রাবের সাথে এলবুমেন, প্রস্রাবে লালচে তলানি। ৩০ শক্তি প্রযোজ্য।

Colchicum: খাদ্যে অনীহা, খাদ্যে গন্ধ পায় বলে বমি বা বমিভাব। ৩০-২০০ শক্তি।

Pertoleum: মুখে লালা উঠে। বমি বা বমিভাব। ৩০ শক্তি উপকারী।

Merc Cor: প্রস্রাবে এলবুমেন, প্রস্রাব কমে গিয়ে শোথ। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।

Kresote: বমি বা বমিভাব, খাবার হজম না হয়ে বমির মাধ্যমে বেরিয়ে আসে, প্রচুর লালাস্রাব। ৩০-২০০ শক্তি।

Lac Deflour: কোষ্ঠবদ্ধতার সাথে বমি বা বমিভাব। ৩০-২০০ শক্তি।



বায়োকেমিকঃ
Nat.phos, Nat.Sulph দু’টি ঔষধ বমি বা বমিভাব এবং শোথে কার্যকরী। ৬x-১২x প্রযোজ্য।

Cal.phos: রক্তশূন্য ফ্যাকাশে, প্রস্রাবে এলবুমেন। ৬x-১২x উপকারী।




নবীনতর পূর্বতন