গনোরিয়া / প্রমেহ (Gonorrhea) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

নারী পুরুষের জটিল যৌন রোগ গুলির মধ্যে গনোরিয়া এমন একটি রোগ যা কেবল যৌন সম্পর্কের মাধ্যমে এক পুরুষ থেকে অন্য নারীতে বা এক নারী থেকে অন্য পুরুষে সংক্রমিত হতে থাকে। এ রোগের ক্ষেত্রে গনোকক্কাস জীবানু দায়ী তবে রক্তের সঙ্গে জীবাণু সংস্পর্শ খুবই কম। এটি বংশ পরম্পরায় সংক্রমিত হয় না। সাধারণত নারী বা পুরুষের যৌনাঙ্গে এ জীবাণু ক্ষত সৃষ্টি করে থাকে। এ ক্ষতে পুঁজ সৃষ্টি হয়। এ পুঁজ যদি অন্য নারী বা পুরুষের যৌনাঙ্গে স্পর্শ করে তাহলে এ জীবাণু তাদের যৌনাঙ্গে প্রবেশ করে। সেখানে বাসা বাঁধে এবং ক্ষতের সৃষ্টি করে।

নিচের লক্ষণগুলো দেখা দিলেই বুঝতে হবে পুরুষ বা নারী এ রোগে আক্রান্ত। প্রশ্রাবের জ্বালা অনুভূত হতে থাকে। প্রশ্রাবের পরে চাপ দিলে সামান্য আঠা আঠা মতো পুঁজ দেখা দেয়। চিকিৎসা না করালে ধীরে ধীরে প্রশ্রাবের জ্বালা ও ব্যথা বৃদ্ধি পায়। পুরুষের ইন্দ্রিয় বাইরে ও নারীর যোনির চারদিকে ঘা হতে দেখা যায়। এসব ঘায়ে জ্বালা ও তাতে পুঁজ হয়ে থাকে। ক্রমশ ঘা আরও ছড়িয়ে পড়ে। এ সময় ব্যথা বেড়ে যায়। অনেক সময় প্রস্রাব বন্ধ হওয়ার উপক্রম হয় এবং প্রস্রাব করতে ভীষণ কষ্ট হয়। অল্প অল্প জ্বর দেখা দেয়। জ্বরের সঙ্গে মাথাধরা, গা-হাত পা ম্যাজ ম্যাজ করা, শরীরের ভুগলে ঋতুতে গণ্ডগোল হয়। ঋতুস্রাত বেশি হতে থাকে। কখনো মাসে দুবার হয়। আবার কখনো ঋতুস্রাব শেষে শ্বেতস্রাব হতে থাকে।

ভয়াবহ ক্ষতিকর দিকগুলো :

এ রোগ হলে পুরুষের চেয়ে নারীদেরই বেশি ক্ষতি হয়। নারীর সঙ্গে তার সন্তানেরও ক্ষতির সম্ভাবনা থাকে, নারীর ডিম্ববাহী ও ডিম্বকোষ আক্রান্ত হলে নারী বন্ধ্যত্ববরণ করতে পারে। কখনো কখনো গর্ভবতী হওয়ার প্রথম অবস্থায় ওই রোগ হলে গর্ভস্থ ভ্রূণ গর্ভপাত হয়ে পড়ে যায়, জরায়ু থেকে প্রচুর রক্তপাত হতে থাকে। গর্ভের শেষ অবস্থায় এ রোগ হলে সন্তান জন্মের সময় তার চোখে রোগের পুঁজ লেগে শিশু অন্ধ হয়ে যেতে পারে।

Canabis Sat: গনোরিয়া বা প্রমেহ রোগের প্রাথমিক অবস্থায় প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, ঘন ঘন বেগ, হলুদ বা সবুজ বর্ণের পুঁজ বা রক্তমিশ্রিত পুঁজ, ক্রমাগত লিঙ্গোদগম ও ব্যথা। Q শক্তি।

Cantharis: ঘন ঘন প্রশ্রাবের বেগ, আগুনে পোড়ার ন্যায় জ্বালা, প্রস্রাবে কুন্থন, ফোঁটা ফোঁটা প্রস্রাব সাথে পুঁজ বা রক্তমিশ্রিত পুঁজ। মাঝে মাঝে যন্ত্রনা দায়ক লিঙ্গোত্থান। ৩x-৩০ শক্তি সেব্য।

Sarsaparilla: পুরাতনাবস্থায় প্রস্রাব করার পর ভীষণ জ্বালা, অল্প প্রস্রাব। ৩০-২০০শক্তি বা আরো উচ্চশক্তি।

Merc Sol: সবুজ বা হলদ গাঢ় দুর্গন্ধযুক্ত স্রাব, মূত্রথলীতে জ্বালা ও ব্যথা, ঘন ঘন প্রশ্রাবের পরও প্রস্রাব রয়ে গেল এমন অনুভব। ৩০-২০০ শক্তি।

Salix Nig: চলতে ফিরতে উঠতে বসতে যৌন উত্তেজনা, লিঙ্গোত্থান। অতিরিক্ত স্বপ্নদোষ, হৈস্তমৈথুন থেকে রোগ উৎপত্তি। Q শক্তি ফলপ্রদ।

Copaiva: প্রস্রাবে জ্বালা, ঘন ঘন বেগ, ফোঁটা ফোঁটা প্রস্রাব, পুঁজ বা সাদা আঠালো চট্‌চটে শ্লেষ্মা নির্গত। প্রস্রাব ঘোলা বা রক্তমিশ্রিত। প্রাথমিক অবস্থায় Q শক্তি অব্যর্থ।

Pulsatilla: নতুন বা পুরনোবস্থায় গাঢ় হলদে পুঁজস্রাব। ক্যান্থারিসের সাথে পর্যায়ক্রমে সেব্য। ৩x শক্তি।

Thuja Occ: প্রশ্রাবের ভীষণ বেগ, প্রস্রাবে জ্বালা, ফোঁটা ফোঁটা প্রস্রাব। প্রশ্রাবের নালে কিটকীট সুড় সুড় অনুভব। ৩০-২০০ শক্তি উপকারী।



বায়োকেমিকঃ Ferrum Phos-6x, Cal.Phos6-12x, Cal.Sulp-30x, Kali mur-6x.




নবীনতর পূর্বতন