লগন্ড/ ঘ্যাগ (Goitre) হোমিওপ্যাথিক চিকিৎসা।

গলা ফুলা, তজ্জন্য শ্বাস নিতে কষ্ট হয়, থাইরয়েড গ্ল্যান্ড বা তার আসে পাশের গ্ল্যান্ড আক্রান্ত হয়, খাদ্য দ্রব্য গিলতে কষ্ট, পুরুষ অপেক্ষা নারীদেরই বেশি হয়ে থাকে। আয়োডিনের অভাবে অধিকাংশ সময় হয়ে থাকে।

Iodium: ব্যথাহীন, শক্ত গলগন্ড, গরম কাতর ও শীতপ্রিয়, অতি ক্ষুধা, অধিক খাবার গ্রহণের পরও জীর্ণ শীর্ণ। ৩x-৩০ শক্তি উপকার না পেলে ২০০ শক্তি অব্যর্থ। Q শক্তি বাহ্যিক ব্যবহার্য্য।

Spongia: গলগন্ড আকারে বড়, নিঃশ্বাস নিতে কষ্ট। ৬,৩০ বা ২০০ শক্তি প্রযোজ্য।

Thyroidinum: থাইরয়েড গ্ল্যান্ড আক্রান্ত, ফুলা স্থান নরম তুলতুলে, বুদ্ধির জড়তা, শরীর শুকিয়ে বা মোটিয়ে যাওয়া, হৃৎপিণ্ডের দুর্বলতা। কিছুদিন ৩x, তারপর ৬-৩০ বা ২০০ শক্তি।



বায়োকেমিকঃ
Cal.Flour: গ্ল্যান্ড ভীষণ শক্ত। ১২xশক্তি অব্যর্থ।

Kali Mur: জিহ্ববা সাদা প্রলেপযুক্ত হলে। ৬-১২x উপকারী।

Cal.phos: রক্তহীন,দুর্বল। ১২x ফলপ্রদ।




নবীনতর পূর্বতন