গ্ল্যান্ডের পীড়া (Gland Disease) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

ঘার গলা বগল স্তন, চোয়ালে, কানের নিচে বা পেছনে, কুচকিতে বিভিন্ন গ্ল্যান্ড ফুলে ব্যথা হতে পারে। নরম বা শক্ত দুরকমই হয়। ধাতুগত কারণেই বেশি হয়।

Carbo Animalis: শীতকাতর রোগীর স্তনে গলায় বগলে কুচকিতে গ্লান্ড ফোলা, পাথরের মত শক্ত, জ্বালাকর ব্যথা। বাগী ফেটে যাওয়ার পর শুকাতে দেরী হলে। ২০০-১এম শক্তি সেব্য।

Iidium: খিটখিটে মেজাজ, ঠান্ডা ভালবাসে, অতিক্ষুধা, ব্যথাহীন, শক্ত গ্ল্যান্ড। প্রাথমিক অবস্থায় ৬-৩০ শক্তি। পুরাতন হলে ২০০-১এম প্রযোজ্য।

Badiaga: শীতকাতর রোগীর যে কোন শক্ত গ্ল্যান্ড, কুচকিতে বেদনাযুক্ত বাগী। রোগ ভোগকাল ভেদে ৬-২০০ শক্তি উপকারী। Q বাহ্যিক ব্যবহার্য।

Belladonna: শীতকাতর রোগীর যে কোন গ্ল্যান্ড ফোলা ব্যথা, চকচকে লাল, গরম ও স্পর্শকাতর। ৩x-৬ শক্তি ঘন ঘন প্রয়োগ।

Baryta Carb: স্মরণশক্তি কম, বোকা, শীতকাতর রোগীদের যে কোন স্থানে নরম তুলতুলে গ্ল্যান্ড। ৩০-২০০ শক্তি। পুরাতনাবস্থায় ১এম-১০এম সেব্য।

Calcaria Iod: স্তনে মার্বেল আকৃতির শক্ত গ্ল্যান্ড, চাপ দিলে নড়াচড়া করে, হাত বাহু নাড়াইলে ব্যথাবোধ। ভোগকাল সাপেক্ষে ৩x-২০০ শক্তি ফলপ্রদ।

Bromium: গরমকাতর রোগীর পাথরের মত শক্ত গ্ল্যান্ড, বামদিক আক্রান্ত। ৬-৩০ শক্তি উপকারী।


বায়োকেমিকঃ
Ferrum phos: গ্ল্যান্ড ফোলা বা বাগীর প্রথমাবস্থায় তীব্র ব্যথায় উপকারী। দ্বিতীয় অবস্থায় কেলি মিউরের সাথে ৬x শক্তি উপকারী।

Cal.Flour: পাথরের মত শক্ত গ্ল্যান্ডে উপযোগী। ১২x শক্তি, পুরাতন হলে উচ্চশক্তি।

Silicea: বাগী পেকে যাওয়ার উপক্রম হলে ১২x শক্তি সেব্য।




নবীনতর পূর্বতন