ঘার গলা বগল স্তন, চোয়ালে, কানের নিচে বা পেছনে, কুচকিতে বিভিন্ন গ্ল্যান্ড ফুলে ব্যথা হতে পারে। নরম বা শক্ত দুরকমই হয়। ধাতুগত কারণেই বেশি হয়।
Carbo Animalis: শীতকাতর রোগীর স্তনে গলায় বগলে কুচকিতে গ্লান্ড ফোলা, পাথরের মত শক্ত, জ্বালাকর ব্যথা। বাগী ফেটে যাওয়ার পর শুকাতে দেরী হলে। ২০০-১এম শক্তি সেব্য।
Iidium: খিটখিটে মেজাজ, ঠান্ডা ভালবাসে, অতিক্ষুধা, ব্যথাহীন, শক্ত গ্ল্যান্ড। প্রাথমিক অবস্থায় ৬-৩০ শক্তি। পুরাতন হলে ২০০-১এম প্রযোজ্য।
Badiaga: শীতকাতর রোগীর যে কোন শক্ত গ্ল্যান্ড, কুচকিতে বেদনাযুক্ত বাগী। রোগ ভোগকাল ভেদে ৬-২০০ শক্তি উপকারী। Q বাহ্যিক ব্যবহার্য।
Belladonna: শীতকাতর রোগীর যে কোন গ্ল্যান্ড ফোলা ব্যথা, চকচকে লাল, গরম ও স্পর্শকাতর। ৩x-৬ শক্তি ঘন ঘন প্রয়োগ।
Baryta Carb: স্মরণশক্তি কম, বোকা, শীতকাতর রোগীদের যে কোন স্থানে নরম তুলতুলে গ্ল্যান্ড। ৩০-২০০ শক্তি। পুরাতনাবস্থায় ১এম-১০এম সেব্য।
Calcaria Iod: স্তনে মার্বেল আকৃতির শক্ত গ্ল্যান্ড, চাপ দিলে নড়াচড়া করে, হাত বাহু নাড়াইলে ব্যথাবোধ। ভোগকাল সাপেক্ষে ৩x-২০০ শক্তি ফলপ্রদ।
Bromium: গরমকাতর রোগীর পাথরের মত শক্ত গ্ল্যান্ড, বামদিক আক্রান্ত। ৬-৩০ শক্তি উপকারী।
বায়োকেমিকঃ
Ferrum phos: গ্ল্যান্ড ফোলা বা বাগীর প্রথমাবস্থায় তীব্র ব্যথায় উপকারী। দ্বিতীয় অবস্থায় কেলি মিউরের সাথে ৬x শক্তি উপকারী।
Cal.Flour: পাথরের মত শক্ত গ্ল্যান্ডে উপযোগী। ১২x শক্তি, পুরাতন হলে উচ্চশক্তি।
Silicea: বাগী পেকে যাওয়ার উপক্রম হলে ১২x শক্তি সেব্য।