গ্যাষ্টিক / আলসার (Gastritis/ Ulcer) এর হোমিওপ্যাথিক চিকিৎসা

গ্যষ্ট্রিক কোন রোগ নয় বরং আলসারের উপসর্গ বা সূচনা। নানা কারনে হতে পারে যেমন- অতিমাত্রার অম্ল/ এসিড জাতীয় খাবার, তৈলাক্ত মশলাদার ভাঁজাপোড়া, কাঁচা ফলমূল সালাদ বা ভেজাল খাবার গ্রহন যেমন কন্ডেস মিল্ক নামক পামওয়েলের গাদ,টেষ্টিং সল্ট,সাদা মিহি দানার লবন, সাদা চিনি, ডালডা বা যে সকল খাদ্য দ্রবে ডালডা আছে,কাপড়ের রং, ভেজাল মসলা,ভেজাল তেল,অতিরিক্ত তেল,পঁচা-বাসি,যে কোন প্রকার কেমিক্যালযুক্ত খাবার, হাইড্রোজ বা হাইড্রোজ মিশ্রিত খাবার, সোডা বা সোডা মিশ্রিত খাবার, ভেজাল তরল বা দুধ, কড়া কফি, কড়া চা, মাদক গ্রহন, ধূমপান। অতিরিক্ত স্ন্যাকস, ফাস্টফুড।

অপরিমিত খাবার গ্রহন, দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকা, খাওয়ার সময় কথোপকথন, পা ভাঁজ করে পেটে চাপ রেখে বসে খাওয়া, ঘুমের সমস্যা, লিভারের গোলযোগ ইত্যাদি কারণে গ্যষ্ট্রিক হতে পারে এবং গ্যষ্ট্রিকের ভোগকাল দীর্ঘদিন হলে তা আলসারে রূপ নিতে পারে।

লক্ষণঃ
পেটব্যথা, ফাঁপা। ঢেকুর, বায়ু নিঃসরণ, বুক জ্বালা, শরীরের পিঠের বিভিন্ন স্থানে কালিয়ে ব্যথা, অস্বস্তি দম বন্ধ ভাব, লিভার ষ্টমাক ডিওডেনাম কোলন অঞ্চলে ক্ষত সৃষ্টি হয়। ক্ষত অবস্থাকে আলসার বলে।

Nux Vom: পেটফাঁপার সাথে চোঙা ঢেকুর, বায়ুর চাপ উর্দ্ধ বা অধ দিকে তজ্জন্য পেটব্যথা এবং শ্বাসকষ্ট, মলমূত্র ত্যাগের বৃথা চেষ্টা। গরম জল পানে উপশম। কোষ্ঠকাঠিন্য, নেশা মাদক গ্রহণের অভ্যাস। ৩০-২০০ শক্তি ফলপ্রদ।

Pulsetilla: ঘৃতপক্ক দ্রব্য, মিষ্টান্ন, গুরুপাক আহারের পর পীড়ার উৎপত্তি। পেটফাঁপা, পেট ডাকা, বুক জ্বালা, বায়ু সঞ্চয়, ঢেকুর। ৩০-২০০ শক্তি।

Carbo Veg: শাক সবজী জাতীয় খাবার ভক্ষণের পর যাবতীয় পেটের গোলযোগ। বায়ু সঞ্চয়, পেটফাঁপা এত জোরালো মনে হয় পেট ফেটে যাবে। পেটব্যথা। ৩০-২০০ শক্তি।

Argentum nit, Geranium, Uranium nit, Lycopodium, Cal.ars, Phosphorus, Natrum-phos অষুধগুলি আলসারের জন্য ব্যবহৃত হয়।




নবীনতর পূর্বতন