গ্যাংরিন (Gangrene) এর হোমিওপ্যাথিক চিকিৎসা

একধরণের পঁচনশীল ক্ষত। অস্বাস্থ্যকর স্থানে বসবাস, জীবনীশক্তির অভাব, ইমিওন সিস্টেম (রোগ প্রতিরোধ ব্যবস্থা) দুর্বল হয়ে পরে বিধায় পঁচন সহজে আরোগ্য হতে চায় না।

Carbo Veg: গ্যংরিণের ক্ষত হতে দুর্গন্ধযুক্ত কালচে রস ঝরে, জ্বালা যন্ত্রণা এবং তা রাতে বৃদ্ধি পায়। ৩০-২০০ শক্তি ভালো।

Echinecea: দুর্গন্ধযুক্ত গ্যংরিণে Q শক্তি বাহ্যিক ব্যবহার এবং ১x-৩x শক্তি সেব্য।

Lachesis: ক্ষতের কিনারা বেগুনী রঙের, ভীষণ জ্বালা ঘুম ভাঙার পর তা বৃদ্ধি পায়, দেহে বাম পাশ থেকে আবির্ভাব হলে ৩০-২০০ শক্তি অব্যর্থ।

Arsenic alb: ডায়াবেটিস রোগীদের ক্ষত, উত্তাপে উপশম, দিন বা রাত ১২টায় যন্ত্রণার বৃদ্ধি, অদম্য পিপাসা। ২০০ শক্তি।

Tarantula: ক্ষতস্থানে হুল ফোটানো যন্ত্রনা, জ্বলাময়। ৩০-২০০ শক্তি।



বায়োকেমিকঃ
Silicea: পঁচনশীল ক্ষতে দুর্গন্ধ, রস পুঁজ নির্গত। ১২x-৩০x শক্তি।

Cal.Sulph: ক্ষতে দুর্গন্ধ নেই, রস পুঁজ নির্গত। ১২x-৩০x শক্তি।




নবীনতর পূর্বতন