চক্ষুরোগ (Eye Diseases) এর হোমিওপ্যাথিক চিকিৎসা।

চোখ উঠা (Conjunctivitis, কন্‌জাঙ্কটিভাইটিস) হচ্ছে চোখের ভাইরাস জনিত ইনফেকশন। সাধারণভাবে প্রচলিত কথা ‘চোখ ওঠা’ বলতে চোখ লাল হওয়া বুঝানো হয়ে থাকে। কিন্তু চোখ লাল হওয়া একটি উপসর্গ মাত্র। বিভিন্ন কারণে চোখ লাল হতে পারে। যেমন-জীবাণু দ্বারা আক্রান্ত হলে, এডিনো ভাইরাসজনিত কারণে, হারপিস সিমপ্লেক্স ভাইরাসজনিত কারণে, স্কেলেরার ইনফেকশনজনিত কারণে, ইউভিয়াল টিস্যু ইনফেকশনজনিত কারণ ইত্যাদি। তবে ভাইরাস কেরাটাইটিস বা হারপেম সিমপেক্স ভাইরাসজনিত ইনফেকশনই মুলত ভাইরাসজনিত ইনফেকশন। এ ধরনের ইনফেকশনে সাধারণত এক চোখ আক্রান্ত হয়ে থাকে।

এছাড়াও চোখে আঘাত বা ধূলিকণা প্রবেশ বা প্রমেহ রোগবসত প্রদাহ চুলকানী। চোখ লাল হওয়া জ্বালাপোড়া করা আলোর দিকে তাকালে পানি পড়া। বার্ধক্য জনিত কারনে দৃষ্টি ক্ষীণ হয়ে আসা ইত্যাদি।

Arnica Mont: চোখে আঘাত পাওয়া বা চোখ রগড়িয়ে লাল হলে। ৬-৩০ শক্তি। আঘাত পুরনো হয়ে গেলে Symphytum ১এম-উচ্চশক্তি উপকারী।

Belladona: চোখ টকটকে লাল, চিরিক মারা ব্যথা, গরম, জল পড়ে ও জ্বালা করে। চোখসহ মাথায় দপদপানি ব্যথা, আলোর দিকে তাকাতে পারেনা। ৩x-৬ শক্তি ঘন ঘন প্রয়োগ। আঘাতের পর চোখে রক্তজমাট হলে ২০০ শক্তি উপকারী তদ্রূপ Ledum Pal ২০০ শক্তিও অব্যর্থ।

Arsenic Alb: শীতকাতর, চোখ ফোলা, চোখ থেকে গরম জল পড়ে চুলকায় এবং জ্বালা যন্ত্রণা করে। গরম তাপে আরাম বোধ করে। ৩০-২০০ শক্তি প্রযোজ্য।

Eupresia: চোখ উঠা, জল পড়া, ব্যথা জ্বালা। গাঢ় পূঁজে চোখ জুড়ে থাকে, আলোতে চোখ করকর করে। ৬-৩০ শক্তি সেব্য এবং Q শক্তি ডিস্টিলড ওয়াটারে মিশিয়ে বাহ্যিক প্রয়োগ।

Merc Sol: চোখ উঠা, জল পড়া, ব্যথা জ্বালা। পাতলা পূঁজে চোখ জুড়ে থাকে, আলোতে চোখ করকর করে। ৩০০-২০০ শক্তি।

Apis Mel: চোখ লাল, হুল ফুটানো ব্যথা, নিচের পাতা ফোলা, চোখের সাদা অংশ লালচে/ গোলাপী। গরমকাতর রোগী ঠান্ডা পানির ঝাপটা দিলে আরাম বোধ করে। ৬-৩০ শক্তি।

Pulsetilla: শান্ত সংবেদনশীল মন। চোখ লাল, ঠান্ডা জল বা বাতাসে উপশম। নবজাতকের চোখে পিঁচুটি হয়ে চোখ জুড়ে থাকে। চোখের পাতা নাচা। ৩০ শক্তি অব্যর্থ। পরবর্তী ঔষধ Argent Nit ৩০-২০০ শক্তি। চোখের পাতা নাচলে Raphanus ঔষধটি ৩০-২০০শক্তি কার্যকারী।

Kali Carb: চোখের যেকোন রোগে চোখের উপরের পাতা ফোলা, শীতকাতর। ৩০-২০০ শক্তি।

Rhus Tox: চোখ ব্যথা, চোখের পাতা ফোলা, গরম জল পড়া, আলোক সংবেদী। চোখ জ্বলে, ঘন পিঁচুটিতে চোখ জুড়ে থাকে। ঠান্ডায় যন্ত্রণা বাড়ে, চোখ বুজে থাকলে আরাম লাগে। জলে বা বৃষ্টিতে ভিজে চোখের পাতার পক্ষাঘাত। ৬ বা ৩০ শক্তি থেকে পর্যায়ক্রমে উচ্চশক্তি।

Conium: চোখে ছানি পড়া। গরমস্রাব, আলোক সংবেদী এবং শীতকাতর। ৩০-২০০ শক্তি।

Ceneraria: বার্ধ্যক্য জনিত কারণে চোখে ছানি বা দৃষ্টিশক্তি হ্রাস পেলে Q শক্তির দেশি বিদেশি ড্রপ বাহ্যিক বাবহার্য।

Senega: দৃষ্টি বিভ্রম বা একটি বস্তুকে দু’টি দেখা। চোখ বন্ধ বা খোলা অবস্থায় স্ফুলিঙ্গের ন্যায় আলোক বিন্দু দর্শণ। ছানির অপারেশনের পর বিভিন্ন উপসর্গ। ৩০-২০০ শক্তি প্রযোজ্য।

Cousticum: ছোখে ছানির প্রাথমিক অবস্থায় চোখ চুলকায়/ রগড়ায়, শীতকাতর রোগীর চোখের ডানপাতার পক্ষাঘাত, চোখের পাতা ঝুলে পড়ে ইচ্ছে মত উঠাতে পারেনা। ৩০-২০০ শক্তি। পুরনো হলে ১এম-উচ্চশক্তি।

Physostigma: দূরের জিনিষ দেখতে পায়না কাছে দেখতে পায় (Short-sightedness /myopia) অথবা কাছের জিনিষ দেখতে পায়না দূরে দেখতে পায় (Long-sightedness /hyperopia) এমন রোগীদের জন্য। ৩-৬-৩০ শক্তি ফলপ্রদ।

Ruta G: লেখাপড়া সেলাইয়ের কাজ বা চোখ দ্বরা কোন সূক্ষ্ম কাজ করার ফলে ব্যথা জ্বালা, চোখ লাল হওয়া। শীতকাতর রোগীদের দৃষ্টিশক্তি হ্রাস। ৬-২০০ শক্তি।



বায়োকেমিকঃ
Cal.Flour: চোখে আঘাত পাওয়া। লেখাপড়া সেলাইয়ের কাজ বা চোখ দ্বরা কোন সূক্ষ্ম কাজ করার ফলে ব্যথা জ্বালা, চোখ লাল হওয়া, ঝাপসা দেখা। স্ফুলিঙ্গের ন্যায় আলোক বিন্দু দর্শণ। ১২x শক্তি প্রযোজ্য।

Kali Mur: চোখ থেকে সাদা গাঢ় পূঁজ পড়ে, জিহ্বা সাদা, কোষ্ঠকাঠিন্য প্রবন রোগী। ৬x শক্তি ফলপ্রদ।

Cal.Sulph: চোখ উঠা, চোখ থেকে হলুদ বর্ণের ঘন পূঁজ পড়ে। ১২x শক্তি।

Ferrum Phos: চোখ টকটকে লাল, চিরিক মারা ব্যথা, গরম, জল পড়ে ও জ্বালা করে। চোখসহ মাথায় দপদপানি ব্যথা, আলোর দিকে তাকাতে পারেনা। মনে হয় চোখে ময়লা আটকে আছে। ৬x শক্তি।

Silicea: চোখের স্নায়ুতে বেদনা, ময়লা যাওয়া, ঝাপসা দেখা। ১২x-২০০x শক্তি।

Nat.Mur: গরমকাতর, সর্দির প্রবণতা, লবনপ্রিয়, খিটখিটে মেজাজ। ১২x শক্তি ফলপ্রদ।




নবীনতর পূর্বতন