খুশকি (Dandruf) হোমিওপ্যাথিক চিকিৎসা।

এক প্রকার চর্মরোগ। কেশাবৃত্ত স্থানে প্রকাশ পায় যেমন মাথা দাড়ি ভ্রু ইত্যাদি। মরা চামড়া ভুসির মত ক্ষুদ্র আকারে উঠে আসে। প্রসাধনী বাজারের এন্টি-ড্যান্ড্রাফ তেল শ্যম্পু সাময়িক সমাধান দিলেও হোমিও ঔষধে পূর্ণ আরোগ্য আসে।

Arsenic Alb: পরিস্কার পরিচ্ছন্ন সৌখিন রোগী, গরম প্রিয়। ২০০-১০এম পর্যায়ক্রমে সেব্য।

Sulpher: নোংরা, অপরিচ্ছন্ন, শীতপ্রিয়। ৩০-২০০ শক্তি।

Sanicula: বদমেজাজী, গরম কাতর, সিঁড়ি দিয়ে বা উঁচু স্থান থেকে নিচে নমতে ভয় পায়। দাড়ি গোঁফ বা ভ্রু আক্রান্ত হলে ৩০-২০০ শক্তি অব্যর্থ।

Cochleria: মাথার চুলে ভূসির ন্যায় খুস্‌কি। ৩-৬ শক্তি ফলপ্রদ।



বায়োকেমিকঃ
Nat.Mur, Kali Sulp: শরীরের বিভিন্ন স্থানের চুলে খুস্‌কি। ১২x-৩০x উপকারী।




নবীনতর পূর্বতন