কাশি / সর্দি (Cough / Coryz) হোমিওপ্যাথিক চিকিৎসা।

ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা খাদ্য পানীয়, ফ্লু ভাইরাস, ঋতু পরিবর্তন, অতিরিক্ত গরম ও ঘাম, ধুলা ময়লা নাকে প্রবেশ ইত্যাদি কারণে উপসর্গগুলি দেখা দিতে পারে।

Allium Cepa: ঠান্ডা সর্দি, অনবরত হাঁচি, নাক চোখ দিয়ে কাঁচা পানি। Q-৩০ শক্তি।

Arsenic Alb: অবিরাম হাঁচি, শ্বাসকষ্ট, কাঁচা গরম সর্দিস্রাব (ঠান্ডা হলে Merc Sol), পিপাসা, অস্থিরতা। ৬-৩০ শক্তি।

Aralia Reci: শুয়ে থাকা কষ্টসাধ্য, বসলে আরাম, শ্বাসকষ্ট, গলায় সুড়সুড়ি দিয়ে কাশি, ঘুমের মাঝে হঠাৎ কাশি। Q -৩০ নিম্ন শক্তি উপকারী।

Brayonia Alb: শুকনো কাশি, মাথা ব্যথা, কোষ্ঠবদ্ধ, হলুদ রঙের গাঢ় স্রাব, নাক দিয়ে রক্ত পড়া। ৩০-২০০ শক্তি প্রযোজ্য।

Drosera: অবিরাম কাশতে কাশতে নাক মুখ দিয়ে রক্তপাত, শ্বাস নিতে সমস্যা, কাশির সময় দু’হাত দিয়ে বুক চেপে ধরে। Q -৩০ নিম্ন শক্তি নিরামক।

Merc.Sol: তরুণ/ প্রাথমিক সর্দিতে গলা ব্যথা, ঢোক গিলতে কষ্ট। সন্ধ্যায় এবং রাতে বিছানার উষ্ণতায় রোগ বৃদ্ধি। ৬-৩০ শক্তি।

Cousticum: বিরামহীন কাশি, কথা বলতে গেলে বেড়ে যায়, গলাব্যথা, স্বরভঙ্গ, ধূমপান বা ধূয়াচ্ছন্নতা জনিত কাশি।

Rumex: শুকনো কাশি, গলা সুড়সুড় করে দমকা কাশি, রাতে বৃদ্ধি। ৩০-২০০ শক্তি।

Ipecac: বমি বা বমিভাব সহ যে কোন সর্দি কাশিতে উপকারী। ৬-৩০ অব্যর্থ।

Rhus tox: ভ্যপসা গরম, স্যাঁতসেতে আর্দ্র স্থানে বসবাস বা বর্ষার আবহাওয়া থেকে ঠান্ডা সর্দি। গলাব্যথা, শরীর ব্যথা বিদ্যমান। ৬-৩০ শক্তি। Dulcamara ও একটি বর্ষাকালীন ঔষধ।



বায়োকেমিকঃ B.P-6 কার্যকরী।




নবীনতর পূর্বতন