কোষ্ঠ কাঠিন্য (Constipation) হোমিওপ্যাথিক চিকিৎসা।

রাত জাগা, কায়িক পরিশ্রম না করা, অনিয়মিত আহার, পর্যাপ্ত পানি পান না করা, মাদক গ্রহণ, মল-মূত্রের বেগ চাপিয়া রাখা, ফাস্টফুড বা বাহিরের ভাঁজাপোড়া খাবার গ্রহণ থেকে কোষ্ঠবদ্ধতা দেখা দিতে পারে।

Alumina: ভীষণ কোষ্ঠকাঠিন্য, ২-৩ দিন পর পর মলত্যাগের ইচ্ছা, শুকনো বা নরম মল কুন্থন ছাড়া নির্গত না হওয়া, শিশুদের মায়ের দুধের বিকল্প খাবারে কোষ্ঠবদ্ধতা। ৬-৩০, পুরনো পবস্থায় ২০০-১০এম প্রযোজ্য।

Hydrustis Can: জীর্ণ শীর্ণ দূর্বল, ২-৩ দিন পর পর মলত্যাগের ইচ্ছা, জন্ডিসের দোষ আছে। Q শক্তি উপকারী।

Jalapa: কোষ্ঠবদ্ধতার কারণে শিশু কান্না করে। ৬-৩০ শক্তি।

Magnesia Mur: বাদামের দানার মত শুস্ক গুটি মল, মলের গায়ে মিউকাস জরিত, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ৬-৩০ শক্তি ফলপ্রদ।

Brayonia Alb: কোষ্ঠকাঠিন্য হেতু মাথা ব্যথা, মল শুস্ক ও লম্বা হয়ে বের হয়। ৩০-২০০ শক্তি।



বায়োকেমিকঃ
Cal.Flour: যেকোন প্রকার কোষ্ঠকাঠিন্য ছাড়াও গর্ভবতী বা প্রসূতির কোষ্ঠকাঠিন্যে। ১২x শক্তি।

Nat.Mur: লবন প্রিয়, মল শক্ত থাকায় গুহ্যদ্বার ফেটে রক্তপাত। ১২x শক্তি।

Silicea: মল কিছুটা বের হয়ে আবার ভেতরে ঢুকে যায়। ৬x-১২x।

Kali Mur: জিহ্ববায় সাদা প্রলেম জমে। ৬x উপকারী।




নবীনতর পূর্বতন