গুরুপাক আহার, রাত জাগা, তৈলাক্ত ও অধিক মশলাদার খাবার, দূষিত পানি পান, বাসি-পঁচা খাদ্য গ্রহন। ঘাম শরীরে বরফ শীতল জল পান বা স্নান। শোক,দুঃখ, ভয়। প্রসূতি মায়ের স্তনে দুধ বেশি হলে, জমে থাকলে, উত্তেজিত অবস্থায় শিশুকে দুধ পান করালে শিশুর ডায়রিয়া হয়।
Aconite nap: চাল ধোয়া জলের মত দাস্ত, বমি, ছটফটানি, অস্থিরতা, অদম্য পিপাসা হেতু ঘন ঘন অধিক পরিমাণে পানি পান। ১x-৩x শক্তি ঘন ঘন সেব্য।
Arsenic album: শিশুর সবুজ বা হলদে রঙের পাতলা মল, অত্যান্ত দুর্গন্ধ,গা জ্বালা ছটফটানি, অদম্য পিপাসা হেতু ঘন ঘন অধিক পরিমাণে পানি পান এবং সে কারনে পেট ব্যথা, হয় দাস্ত নাহয় বমি। বরফ জল পান বা ব্যবহার হেতু ডায়রিয়া। ৩x-২০০ যে কোন শক্তি প্রযোজ্য।
Podophylum: মল অত্যান্ত দূর্গন্ধ, ফেনাযুক্ত, ব্যথা থাকেনা, সশব্দে অধিক পরিমানে বাহ্য, সকালে বেশি, মলদ্বার অসাড়। শিশুদের দন্তনির্গমনকালিন উদরাময়। ৩x-১এম সেব্য।
Sulpher: ভোরে বেগ হয়। সবুজ বা হলুদ রঙের দূর্গন্ধযুক্ত পাতলা মল। রোগী নোংরা থাকতে পছন্দ করে, শরীরে দূর্গন্ধ, হাত-পা জ্বালা এ প্রকৃতির রোগীদের ৩০-২০০ শক্তি ফলপ্রদ।
Merc dul: শিশুদের সবুজ বর্ণের ছাকরা ছাকরা মল সাথে আম, কুন্থন নেই। ৩x-৩০ শক্তি।
Cal.Carb: মোটা মেদপূর্ণ শিশুদের টক গন্ধযুক্ত সাদা রঙের বাহ্য। দুধ খেলে টক বমি। মায়ের দুধ বাড়ার কারণে শিশুর ডায়রিয়া হলে। ৩০-২০০ শক্তি।
China: দূর্গন্ধ থাকেনা, পানির ভাগ বেশি, দূর্বলতা, আহারের পরই বেগ হয়,খাদ্য হজম হয়না, পেট ফাঁপা, ঢেকুর,নাক কান মুখ হীম হয়ে আসে। ৩x-৩০ সেব্য।
বায়োকেমিকঃ B.P-8.