আঁচিলের চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা।

চামড়ার উপরে উঁচু হয়ে জন্মায়। ছোট, বড়, খসখসে, মসৃণ, ফুলকপির ন্যায়, শিঙের মত সূঁচালো, রক্তস্রাবী রক্তহীন, ব্যথাযুক্ত বা ব্যথাহীন নানা অবস্থায় এগুলো প্রকাশিত হতে পারে।

Thuja oc: ফুলকপির ন্যায় খাঁজযুক্ত খসখসে, শিঙের ন্যায় উঁচু আঁচিলে ফলপ্রদ। তাছাড়া থুজা যে কোন ধরনের আঁচিলের মহৌষধ। রোগ নতুন হলে নিম্নশক্তি পুরনো হলে উচ্চ শক্তি সেব্য এবং Q ব্যবহার্য্য।

Cousticum: নাকে মুখে বুকে মসৃণ/থ্যাবড়া আঁচিলে ২০০ বা উচ্চশক্তি।

Acid Nitricum: যৌনাংগে অন্ডকোষে গুহ্যদ্বারে, কুচকিকিতে, চোখের পাতায় খসখসে রক্তস্রাবী আঁচিলে বিশেষ উপকারী। ২০০ থেকে উচ্চশক্তি।

Staphysagria: শীতকাতর কামাতুর বদমেজাজী ভীরু রোগীদের খসখসে এবড়ো থেবরো আঁচিলে ২০০ বা উচ্চশক্তি।

Cinnaberis: যৌনাঙ্গে বা চোখের আশেপাশে, রক্তস্রাবী হতে পারে। ৩০-১এম শক্তি।

Cal.carb: মোটা থলথলে মেদপূর্ণ শীতকাতর ও ঘর্মপ্রবন কালো রোগীর যেকোন আঁচিলে উচ্চ মাত্রায় প্রয়োগ করতে হবে।

Aurum Mur: মুখগহ্বর, জিহ্ববা, জননেন্দ্রিয় ও মলদ্বারের আঁচিলে ৩x-৩০ শক্তি উত্তম।

Rhus Tox: ব্যথাযুক্ত কাঁটা কাঁটা বা থ্যবড়া আঁচিলে সেবন এবং Q শক্তি ব্যবহার্য্য।

Bellis Per. Q ও বাহ্যিক ব্যবহার করা যায়।



বায়োকেমিকঃ
Nat.mur, Nat.sulph: রোগী সাধারণত লবনপ্রিয় হয়, অল্পতে ঠান্ডা লেগে যায় এমন ধাতুর মসৃণ বা খসখসে যেকোন ধরণের যেকোন স্থানের আঁচিলে নিম্নশক্তি থেকে পর্যায়ক্রমে উচ্চশক্তি ফলপ্রদ।

Silicea: যেকোন ধরনের স্রাবময় স্যাঁতসেতে আঁচিলে নিম্ন থেকে উচ্চশক্তি।




নবীনতর পূর্বতন