পেটের ডান পাশে নিচে কুচকির উপরে এপেন্ডিক্স নামক একটি অতিরিক্ত অঙ্গ আছে। সবজি ও কাঁচা ফলমূল আহারী প্রাণীদের এই অঙ্গ মানুষের জন্য বাহুল্য। ধারণা করা হয় বিবর্তনের কোন এক সময় মানুষ ফলাহারী ছিল এটা তারই প্রমাণ বহন করে চলেছে। এই উপাঙ্গ নালীর মুখে খাদ্যদ্রব্য প্রবেশ করলে অথবা আঘাত বা অজ্ঞাত কারণে এপেন্ডিক্সে ব্যথা হয়। দ্রুত আহার, অতিরিক্ত সাইকেল চালনা ইত্যাদি কারণেও হতে পারে। ব্যথা প্রচন্ড হলে এপেন্ডিক্স ফেটে গিয়ে রোগীর মৃত্যু হতে পারে তবে প্রথমিক অবস্থায় ব্যথা কম থাকাকালীন হোমিও ঔষধে প্রায়ই আরোগ্য হয়।
Belladona: এপেন্ডিক্স স্থানের চামড়া স্পর্শকাতর, লাল, গরম, চিরিক মারা দপদপে ব্যথা। ৩x-৬ শক্তি পুনঃ পুনঃ সেব্য।
Iris tenax: প্রায়ই কোষ্ঠবদ্ধ থাকে, স্পর্শকাতর টনটনে ব্যথা, চাপ প্রয়োগে বৃদ্ধি হলে ৬-২০০ শক্তি।
Arnica Mont: আঘাত জনিত কারণে এপেন্ডিক্সে ব্যথা হলে ৩০-২০০ শক্তি সেবন এবং Q ব্যবহার্য্য।
Plumbum Met: কোষ্ঠকাঠিন্য হেতু গুটলে কাল মল, পিপাসা বেশি, প্রচন্ড ব্যথা, হাত ছোঁয়ানো যায়না। ৩০-২০০ শক্তি।
Echinacea Aug: এপেন্ডিসাইটিসের জন্য অব্যর্থ। আক্রান্ত স্থানে পূঁজ জন্মিলে এবং তা রক্তে মিশিয়া দূষিত হলেও প্রযোজ্য। ১x-৩x শক্তি।
বায়োকেমিকঃ
Ferrum phos: রোগের প্রথমাবস্থায় ৬x গরম পানিতে সেব্য।