ইনফ্লুয়েঞ্জার হোমিওপ্যাথিক চিকিৎসা।

বহু ব্যপক সর্দি। সংক্রামক। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে রোগ ছড়ায়। জ্বর সহ শরীর মেজেমেজে, শীতভাব। দূর্বলতা, মাথা কোমর হাত পা ও চোখে যন্ত্রনা, কাশি।

Arsenic Iod: হাঁচি সহ সর্দি, এই শীত এই গরম বোধ, শ্বাসটান/কষ্ট। পিপাসা বেশি। ৩x-৬ শক্তি অব্যর্থ।

Aconite Nap: জ্বর সর্দি কাশি, ব্যাথা, ছটফটানি, অস্থিরতা ঘামশূন্য জ্বরে ৩x-৩০ ব্যবহার্য্য।

Aralia : নাকে কাঁচা জলের মত সর্দি, জ্বালা এবং অল্প জ্বরে ৬-৩০ শক্তি।

Gelsemium: চোখ মুখ ফোলা ভাব, কাঁচা সর্দি, হাঁচি, ঠান্ডা জ্বর, খুকখুকে কাশি, চুপচাপ শুয়ে থাকে। ৩x-৬ ঘন ঘন সেব্য।

Eupetrium perf: সর্দি,জ্বর, নাক চোখ দিয়ে পানি পড়ে, কোমরে ও হাড়ের ভেতর ব্যথা, পিত্ত বমি, গলা সুড়সুড় করে কাশি। ৬-৩০ শক্তি।



বায়কেমিকঃ
Ferrum phos: চোখ মুখ ফোলা ভাব, কাঁচা সর্দি, হাঁচি, ঠান্ডা জ্বর, কোষ্ঠবদ্ধ, গলাব্যথা, জিহ্বায় সাদা প্রলেপ। কেলি মিউরের সাথে পর্যায়ক্রমে ৬x-১২x।

Nat.mur: মাথাব্যথা, জ্বর, হাঁচি, সর্দি, পিপাসা ইত্যাদি লক্ষণে ৬x-১২x।




নবীনতর পূর্বতন