অনিদ্রা হোমিওপ্যাথিক চিকিৎসা।

অতিরিক্ত মানসিক পরিশ্রম, দুশ্চিন্তা, চা, কফি, মদ্যপান, গুরুপাক ভোজন ইত্যাদি কারণ ছাড়াও লেখক/কবিদের অধিক চিন্তা ভাবনা জনিত কারনে অনিদ্রা দেখা দিতে পারে।

Coffea: অনুভূতিপ্রবণ, মানসিক উত্তেজনা, শীতকাতর, কল্পনাপ্রবণ, ধূর্ত রোগীদের জন্য ২০০ শক্তি সন্ধায় এবং রাতে প্রযোজ্য।

Ignatia: খিটখিটে স্বভাব, নির্জনতা প্রিয়, শোকগ্রস্থ, প্রেমে ব্যর্থ। ৩০-২০০ শক্তি। পুরনো হলে ১এম-১০এম।

Passiflura: যে কোন বয়সের রোগীর অজানা কারনে ঘুম না এলে Q-30 শক্তি।

Rawlfia Ser: অহেতুক ভাবনা-চিন্তা, উচ্চ রক্তচাপে Q শক্তি।

Chamomilla: প্রচন্ড রাগী শিশু বা যে কোন বয়সী, কান্নাপ্রবণ, খিটখিটে মেজাজ, জিনিষপত্র ছুড়ে দেয়। ৬-২০০ শক্তি।

Avena Sat: অতিরিক্ত হস্তমৈথুন, সহবাস কিংবা মানসিক পরিশ্রম হেতু। Q শক্তি।



বায়োকেমিক চিকিৎসা:
Kaliphos 6X-12X, Ferum Phos 3X সন্ধ্যায় এবং রাতে।




নবীনতর পূর্বতন