খেলাধুলা, দূর্ঘটনা, মারামারি ইত্যাদি কারণে আঘাত লাগতে পারে।
Arnica Mont: যে কোন স্থানে যে কোন প্রকার আঘাতই হোক না কেন প্রাথমিক অবস্থায় ৩x-৬ শক্তি প্রযোজ্য। Q শক্তি ব্যবহার্য্য।
Helleborus: মাথায় আঘাত লাগিয়া অজ্ঞান হলে আর্নিকা সেবনে উপকার না পেলে ৬ -২০০ শক্তি।
Ledum pal: আঘাত পেয়ে কালচে দাগ অথবা ফোলে গেলে। ৬ -২০০ শক্তি।
Calendula: দেহের কোন স্থানে কেটে ফেটে অথবা চিরে রক্তপাত হতে থাকলে Q শক্তি প্রয়োগে দ্রুত রক্ত বন্ধ হয়।
Hypericum: স্নায়বিক আঘাত, আঙুলে আগাত লেগে ছেঁচে গেলে ৩০-২০০ শক্তি সেবন এবং Q শক্তি বাহ্যিক ব্যবহার্য্য।
Rhus Tox: ভারী দ্রব্য উত্তোলন, আছাড় খেয়ে পেছন দিকে পরে গিয়ে ঘাড়ে পিঠে কোমরে ব্যথা পেলে ৬-২০০ শক্তি দু’ঘন্টা পর পর সেব্য।
Belis per, Ruta G : হাঁটু, কবজি বা জয়েন্টের আঘাত, হাড়ে চিড় ধরলে, ফোলা, মচকানো বা থ্যাতলানো। ৩x-৬ শক্তি সেব্য। Q শক্তি ব্যবহার্য্য।
Symphytum: হাড় ফেটে অথবা ভেঙ্গে গেলে এটা সেবনে জোড়া লাগে। অবিশ্বাস্য হলেও সত্য! ৬-৩০ শক্তি দিনে তিন বার সেব্য।
বায়োকেমিকঃ
Ferrum Phos: যেকোন আঘাতে উপকারী। 3x শক্তি বিচুর্ণ করে বাহ্যিক ব্যবহার করলে রক্তপাত বন্ধ হয়।
Nat Sulph: মাথায় আঘাত লাগলে 6x-12x শক্তি প্রযোজ্য।
Cal Phos: অতি দূর্বল ব্যক্তির যে কোন আঘাতে, হাড় ভেঙ্গে গেলে 6x-12x শক্তি।