আঙুলহাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা।

নখের কোনে পূঁজ জমে ফোলে যায়, লালচে, দপদপে ব্যথা এবং ভীষণ যন্ত্রনাকর। পূঁজ বের হয়ে গেলে বা শুকিয়ে তবেই আরোগ্য হয়।

Myristica: অসহনীয় ব্যথায় রোগী অস্থির হলে 3x-6 শক্তি সেবন, Q শক্তি বাহ্যিক ব্যবহার্য্য।

Heper Sulph: স্পর্শকাতর ব্যথা, অত্যাধিক জ্বালা যন্ত্রনা হলে ২x-৩x শক্তি ঘন ঘন সেব্য।

Dioscoria: প্রাথমিক অবস্থায় আক্রান্ত স্থান কাঁটা বা সূঁচ বিধার ন্যায় যন্ত্রনা হলে ৩-৩০ শক্তি সেব্য, Q শক্তি ব্যবহার্য্য।

Acid Flour: দপদপে ব্যথায় ঠান্ডা পানি দিলে আরাম লাগে। ৬-৩০ শক্তি। পুরনো অবস্থায় ২০০ শক্তি।

Belladonna, Arnica ইত্যাদিও নিম্ন শক্তি খেতে পারে।



বায়োকেমিকঃ
Ferrum Phos: আক্রান্তস্থান গরম ও অত্যান্ত যন্ত্রনায় ৬x শক্তি সেব্য।

Silicea: প্রদাহের দ্বিতীয়াবস্থায়, পূঁজ জমার সম্ভাবনা হলে ৩x-১২x শক্তি প্রযোজ্য। উচ্চশক্তি ২০০ শক্তি পূঁজ শুকিয়ে ফেলে।




নবীনতর পূর্বতন