ধূমপান মানবজাতির জন্য মনে হয় সবচেয়ে
বড় অভিশাপ। আজকের দুনিয়ায় ক্যানসার, যক্ষ্মা, হাঁপানি, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের
মহামারীর পেছনে ধূমপানের ভূমিকাই সবাধির্ক। বলা হয়ে থাকে যে, ধূমপানের নেশা ছাড়া
যায় না। কিন্তু তাহা একেবারেই সত্যি নয়। উপযুক্ত হোমিও চিকিৎসা অবলম্বন করলে এই নেশা
সহজেই দূর হয়ে যায়।