চোখের পাতায় ব্যথাযুক্ত ছোট স্ফোটক জাতীয় উদ্ভেদ। পুরনো হলে শক্ত আকার ধারণ করে।
Belladona: ব্যথাযুক্ত গরম লালচে অঞ্জনি, শীতকাতর, ঠান্ডা বাতাস অপছন্দ করে। ৩x-৬,৩০ শক্তি ফলপ্রদ।
Heper Sulph: ঘর্মপ্রবণ, শীতকাতর, স্পর্শকাতর, ঠান্ডা বাতাস অসহ্য। ৩০-২০০ শক্তি।।
Staphysagria: বদমেজাজী, অভিমানী রোগীর অঞ্জনি পুরনো হয়ে শক্ত হলে- ২০০। শক্তি।
Pulsetilla: কোমল মন, নম্র স্বভাব, গরম কাতর, ঠান্ডা বাতাস পছন্দ করে, বিশেষ করে নিচের পাতার অঞ্জনিতে-৩০-২০০ শক্তি। অঞ্জনির প্রতিষেধক।
বায়োকেমিকঃ
Ferrum Phos. 6X. পুরনো হলে Cal.Flur-6x,12x