আমাশয়ের হোমিওপ্যাথিক চিকিৎসা।

শ্লেষ্মযুক্ত বা রক্তমিশ্রিত অল্প অল্প বারে বারে মলত্যাগ। পেটব্যথা, কুন্থন। ফুডপ য়জনিং, গুরুপাক, বাসি পঁচা পান আহার থেকে অথবা জলবায়ূ পরিবর্তন ও এমিবা কোলাই জীবানু দ্বারা আমাশয় হতে পারে। ক্যাটারাল ডিসেন্ট্রি, এমিবিক ডিসেন্ট্রি, ম্যালিগ্ন্যান্ট বা ব্যাসিলারি ডিসেন্ট্রি এই তিন প্রকারের হয়।

এমিবিক ডিসেন্ট্রিতে বৃহিদন্ত্রের মিউকাস ঝিল্লিতে ক্ষত হয়। সিকাম,কোলন,রেক্টাম তিনটি স্থানই আক্রান্ত হয়।

ব্যাসিলারিতে জ্বর ও আচ্ছন্ন ভাব থাকে, প্রস্রাব কমে যায়, পিপাসা থাকে। সামান্য রক্তমিশ্রিত মল। কষ্টদায়ক ও ছোঁয়াচে ধরণের।

Aloe soc: প্রথমেই আম, মল হলদে রঙের মিউকাস ও রক্তমিশ্রিত। বাহ্যের আগে পেট ডাকে। প্রস্রাব করতে গেলে অসাড়ে মল নির্গমণ। Q – ৩০ শক্তি।

Merc sol: ঘন ঘন বেগ হয়, কুন্থন, বাহ্যের পূর্বে পেট ব্যথা। জিহ্বা ফ্যাকাশে। ৩x-৩০ শক্তি ঘন ঘন প্রয়োগ করতে হয়।

Merc cor: প্রথমেই রক্ত পড়ে, কুন্থন, পেটব্যাথা। ৩x-৩০ শক্তি।

Podophylum: মল অত্যান্ত দূর্গন্ধ, ফেনাযুক্ত, ব্যথা থাকেনা, সশব্দে অধিক পরিমানে বাহ্য, সকালে বেশি, মলদ্বার অসাড়। শিশুদের দন্তনির্গমনকালিন উদরাময়। ৩x-২০০।

China: দূর্গন্ধ থাকেনা, পানির ভাগ বেশি, দূর্বলতা, আহারের পরই বেগ হয়,খাদ্য হজম হয়না, পেট ফাঁপা, ঢেকুর,নাক কান মুখ হীম হয়ে আসে। ৩x-৩০ সেব্য।

Colocynth: পেট মোচড় দিয়ে ঘন ঘন বেগ, পেটের ব্যথা চেপে ধরলে আরাম বোধ , মাঝে মাঝে পিত্ত মিশ্রিত হলদে ফেনা। ৩x বা ৬ শক্তি।

Atista Ind: ভাদ্র থেকে মাঘ মাস কালিন আমাশয়ে Q শক্তি ব্যবহার্য্য।

Chaparro amar: পুরাতন আমাশয়ে, মিউকাস আধিক রক্ত অল্প, পেটব্যথা, কুন্থন নেই। Q-৩x শক্তি প্রযোজ্য।

Petrolium ও Ipecac: শিশুদের আমাশয়ে ভাল কাজ করে। মিউকাসযুক্ত ফেনা ফেনা হলদে মল সাথে বমি বমি ভাব বা বমি। দু’টি ঔষধই ৬ শক্তি পর্যায়ক্রমে ঘন ঘন সেব্য।

Colchicum: পেটফাঁপা, ব্যথা, কুন্থন। রান্নার গন্ধ অসহ্য লাগে। ৩০-২০০ শক্তি।



বায়োকেমিকঃ B.P-9




নবীনতর পূর্বতন