ভায়াগ্রার কাজ করবে তরমুজ ।

আমাদের সমাজে যৌণবিষয়ক আলোচনা যেন ব্রাত্য কিন্তু দাম্পত্য জীবনে যৌণ রোগ একটি বড় সমস্যা  বিষয়ে সম্যক জ্ঞানের অভাব দাম্পত্য জীবনে কলহ ডেকে আনতে পারে কোনো কোনো ক্ষেত্রে বিবাহ-বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারেসংসারে নিত্য মন কষাকষিতো আছেই স্বামী-স্ত্রীর মধ্যে যৌণতার সম্পর্ক স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু  ক্ষেত্রে দুজনের কারো যদি সমস্যা থেকে থাকে সেটার জন্য ব্যবস্থা নেয়া আবশ্যক শুধু যে ওষুধ খেয়েই রোগ তাড়াতে হবে-বিষয়টাকিন্তু এমনও নয় খাবারের মেন্যুতে কিছু পরিবর্তন আনলেও আমরা পেতে পারি সঠিক দাওয়াই কৃত্রিম পন্থায় যৌনশক্তি বাড়াতে ভায়াগ্রা নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই  নীলাভ ট্যাবলেটটির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও অনেক বিতর্করয়েছে তবে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত পার্শ্ব-প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক ভায়াগ্রার সন্ধান দিয়েছেন জিনিসটি আর কিছু নয়আমাদের অতি পরিচিত তরমুজ বিজ্ঞানীরা দাবি করেছেনভায়াগ্রার মতোই কার্যকর এই ফল সম্প্রতি টেক্সাস  অ্যান্ডএম ইউনি-ভার্সিটির গবেষকরা বলেননতুন গবেষণায় প্রমাণিত হয়েছেযারা যৌণশক্তির দিক থেকে অক্ষম বা দুর্বলতাদের সক্ষমতার জন্য তরমুজই প্রাকৃতিক প্রতিষেধক অর্থাৎ তাদের এখন থেকে আর ভায়াগ্রার পেছনে অর্থ না ঢেলেতরমুজে আস্থা রাখলেই চলবে তারা গবেষণার পর বিস্ময়কর ফল দেখতে পানএকটি তরমুজে সিট্রোলিন নামের অ্যামাইনো এসিডের পরিমাণ এত বেশিযা আগে বিজ্ঞানীরা ধারণাও করতে পারেননি কারণ বিজ্ঞানীরা মনে করতেনসিট্রোলিন সাধারণত ফলের অখাদ্য অংশেই বেশি থাকে বিনু পাতিল বলেনতরমুজে সিট্রোলিন আছেএটা আমাদের জানা কথা কিন্তু এটা জানতাম নাসিট্রোলিনের পরিমাণ তাতে এত বেশি থাকতে পারে গবেষকরা ব্যাখ্যা দিয়ে বলেনমানবদেহ সিট্রোলিনকে আর-জিনিনিন নামের যৌগ পদার্থে রূপান্তরিত করে আরজিনিনিন হচ্ছে ভিন্ন মাত্রার অ্যামাইনো এসিডযা নাইট্রিক এসিডের অগ্রদূত হিসেবে কাজ করে আবার নাইট্রিক এসিড দেহের রক্তবাহী শিরা বা ধমনিরপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর রক্তবাহী শিরা বা ধমনির প্রসারণের কারণেই মানুষের বিশেষ অঙ্গটি সক্রিয় হয় আর ভায়াগ্রাও দেহের নাইট্রিক এসিডকে সক্রিয় করার মাধ্যমে কৃত্রিম পন্থায় দেহে জৈবিক উত্তেজনা সৃষ্টি করেগবেষকরা আশা করছেনতরমুজের ভায়াগ্রা-গুণটি নিয়ে বিশ্বের অন্য গবেষকরা এগিয়ে আসবেন তবে তারা  গবেষণার ফলকে সবাই এক বাক্যে এখনো মেনে নেননি তারা  নিয়ে আরও গবেষণা করতে চান দি জার্নাল অফ সেক্সুয়ালমেডিসিন’-এর প্রধান সম্পাদক ইরউয়িন গোল্ডস্টেইন বলেনবিশেষ অঙ্গের উত্তেজনার জন্য অবশ্যই নাইট্রিক এসিড দরকার কিন্তু বেশি করে তরমুজ খেলেই তা প্রাকৃতিকভাবেই একই কাজটি করে দেবেএটা এখনো অকাট্যভাবে প্রমাণিতনয় অবশ্য গবেষকরা এখনো নিশ্চিত করে বলতে পারেননিজৈবিক তাড়না সৃষ্টি করতে একজন অক্ষম লোককে দিনে ঠিক কত পরিমাণ তরমুজ গিলতে হবে  নিয়েও তারা গবেষণা করে চলেছেন
নবীনতর পূর্বতন