জ্ঞান হারানোর সাধারণ
কারণঃ-
* মাতলামি
* মাথায় আঘাত
* শক
* বিষক্রিয়া
* বহুমুত্র
* মূর্ছনা(ভয়,
দুর্বলতা ইত্যাদি থেকে)
* হার্ট অ্যাটাক
* মৃগী
যদি কেউ অজ্ঞান হয়ে
পড়ে, আপনি যদি অজ্ঞানের কারণ না জানেন, তাহলে নিচের তাহলে আপনার করনীয়ঃ-
* লোকটি কি
ভালোভাবে শ্বাস নিচ্ছে ? যদি না নেয়, তার মাথা একেবারে পিছন দিকে হেলিয়ে দিয়ে তার
চোয়াল আর জিহবাকে সামনের দিকে টানুন । তার গলায় কিছু আটকে থাকলে সেটা টেনে বের করে
দিন । যদি দেখেন সে শ্বাস নিচ্ছে না তখনই মুখে মুখ দিয়ে শ্বাস দিতে আরম্ব করুন ।
* রোগীর কি প্রচুর
রক্তপাত হচ্ছে ? তাহলে রক্তপাত বন্ধের ব্যবস্থা করুন ।
* সে কি শকের
অবস্থায় আছে (ভিজে,ফ্যাকাসে গা, ক্ষীণ দ্রুত নাড়ি) ? তাহলে তাকে পায়ের থেকে মাথা
নিচুতে রেখে শুইয়ে দিন আর তার কাপড়চোপড় আলগা করে দিন ।
* এটা কি
সর্দিগর্মি হতে পারে (ঘাম নেই, জ্বর বেশি, গা গরম আর লাল) ? তাহলে তাকে রোদ থেকে
সরিয়ে ছায়ায় রাখুন । মাথা পায়ের থেকে উঁচুতে রাখুন আর তাকে ঠান্ডা পানি দিয়ে
(সম্ভব হলে বরফ পানিতে ) ভিজিয়ে দিন ।
যদি অজ্ঞান রোগীর
খারাপ ধরনের আঘাত লেগে থাকার কোনো সম্ভাবনা তাহলে:-
জ্ঞান না ফেরা
পর্যন্ত রোগীকে না নাড়ানোই ভাল । যদি নাড়াতেই হয়, তাহলে খুব সাবধানে নড়াবেন, কারণ
তার ঘাড় বা পিঠ ভেঙ্গে থাকলে, অবস্থা বদল করলে আঘাত আর বেড়ে যেতে পারে ।
ক্ষত আছে বা হাড়
ভেঙ্গেছে কিনা দেখুন, কিন্তু রোগীকে যতটা সম্ভব কম নড়াবেন । তার পিঠ বা ঘাড়
বাঁকাবেন না ।