যখন শরীরের তাপমাত্রা খুব বেশি হয়, অর্থাৎ ৯৮ ডিগ্রি ফাঃ এর উপরে উঠে তখন শরীরের সেই অবস্থাকে আমরা জ্বর বলি । জ্বর কোনো রোগ নয়, এটি বিভিন্ন রোগের লক্ষণ হিসাবে প্রকাশ পায় । অবশ্য বেশি জ্বর বিপজ্জনক হতে পারে, বিশেষ করে ছোট শিশুর ক্ষেতে ।
জ্বর হলে কি করবেনঃ-
* শরীরের সমস্ত কাপড় একেবারে সরিয়ে দিন । জ্বর কমে যাওয়া পর্যন্ত শিশুদের সব জামাকাপড় খুলে রাখা উচিত । জ্বর হলে খোলা হাওয়া বা বাতাস ক্ষতি করে না । বরং খোলা বাতাস জ্বর কমাতে সাহায্য করে ।
* জ্বর হলে প্রচুর পানি,রস বা অন্যান্য তরল জিনিস খাওয়া উচিত । খাবার পানি ফুটিয়ে ঠান্ডা করে খেতে দিতে হবে ।
* সম্ভব হলে জ্বরের কারণ বের করে চিকিৎসা করুন ।
খুব বেশি জ্বরঃ-
তাড়াতাড়ি কমিয়ে বা আসলে খুব বেশি জ্বর বিপদজনক হতে পারে । এর থেকে খিঁচুনি, এমনকি চিরকালের মত মস্তিষ্কের ক্ষতি(পক্ষাঘাত, মানসিক রোগ, মৃগী ইত্যাদি) হতে পারে । ছোটদের বেলায় বেশি জ্বর খুবই বিপদজনক । জ্বর যখন খুবই বেশি(১০২ ডিগ্রি ফাঃ এর উপরে) ওঠে, সেটা সঙ্গে সঙ্গে কমিয়ে ফেলা উচিত ।
রোগীর গায়ে ঠান্ডা পানি ঢেলে দিন বা কয়েক টুকরো কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে রোগীর কপালে, হাতে আর পায়ে লাগান । পায়ের কুচকি, বগল,পেট কিছুক্ষণ পর পর পানিতে ভিজানো কাপড় ঠান্ডা রাখার জন্য কাপড়ের টুকরোগুলোর উপরে বাতাস করুন আর ওগুলো ঘনঘন বদলে দিন । ৯৮ ডিগ্রি ফাঃ এর নিচে জ্বর না নামা পর্যন্ত এ রকম করে যান ।
বরফ ঠান্ডা পানি ব্যবহার করবেন না, কারণ তাতে কাঁপুনি হতে পারে আর জ্বর বেড়ে যেতে পারে
* জ্বর হলে শরীরের ক্ষমতা অনেক কমে যায় । রোগীর শক্তি বজায় রাখার জন্য প্রচুর চিনি বা গুড় মেশানো ঠান্ডা পানি খেতে দিন ।
* সম্ভব হলে ডাক্তার এর পরামর্শ নিন ।
যখন শরীরের তাপমাত্রা খুব বেশি হয়, অর্থাৎ ৯৮ ডিগ্রি ফাঃ এর উপরে উঠে তখন শরীরের
সেই অবস্থাকে আমরা জ্বর বলি । জ্বর কোনো রোগ নয়, এটি বিভিন্ন রোগের লক্ষণ হিসাবে প্রকাশ
পায় । অবশ্য বেশি জ্বর বিপজ্জনক হতে পারে, বিশেষ করে ছোট শিশুর ক্ষেতে ।
জ্বর হলে কি করবেনঃ-
* শরীরের সমস্ত কাপড় একেবারে সরিয়ে দিন । জ্বর কমে যাওয়া পর্যন্ত শিশুদের সব
জামাকাপড় খুলে রাখা উচিত । জ্বর হলে খোলা হাওয়া বা বাতাস ক্ষতি করে না । বরং খোলা বাতাস
জ্বর কমাতে সাহায্য করে ।
* জ্বর হলে প্রচুর পানি,রস বা অন্যান্য তরল জিনিস খাওয়া উচিত । খাবার পানি
ফুটিয়ে ঠান্ডা করে খেতে দিতে হবে ।
* সম্ভব হলে জ্বরের কারণ বের করে চিকিৎসা করুন ।
খুব বেশি জ্বরঃ-
তাড়াতাড়ি কমিয়ে বা আসলে খুব বেশি জ্বর বিপদজনক হতে পারে । এর থেকে খিঁচুনি,
এমনকি চিরকালের মত মস্তিষ্কের ক্ষতি(পক্ষাঘাত, মানসিক রোগ, মৃগী ইত্যাদি) হতে পারে
। ছোটদের বেলায় বেশি জ্বর খুবই বিপদজনক । জ্বর যখন খুবই বেশি(১০২ ডিগ্রি ফাঃ এর উপরে)
ওঠে, সেটা সঙ্গে সঙ্গে কমিয়ে ফেলা উচিত ।
রোগীর গায়ে ঠান্ডা পানি ঢেলে দিন বা কয়েক টুকরো কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে
রোগীর কপালে, হাতে আর পায়ে লাগান । পায়ের কুচকি, বগল,পেট কিছুক্ষণ পর পর পানিতে ভিজানো
কাপড় ঠান্ডা রাখার জন্য কাপড়ের টুকরোগুলোর উপরে বাতাস করুন আর ওগুলো ঘনঘন বদলে দিন
। ৯৮ ডিগ্রি ফাঃ এর নিচে জ্বর না নামা পর্যন্ত এ রকম করে যান ।
বরফ ঠান্ডা পানি ব্যবহার করবেন না, কারণ তাতে কাঁপুনি হতে পারে আর জ্বর বেড়ে
যেতে পারে
* জ্বর হলে শরীরের ক্ষমতা অনেক কমে যায় । রোগীর শক্তি বজায় রাখার জন্য প্রচুর
চিনি বা গুড় মেশানো ঠান্ডা পানি খেতে দিন ।
* সম্ভব হলে ডাক্তার এর পরামর্শ নিন ।