গলায় কিছু আটকে গেলে।

যদি কারো গলায় খাবার বা অন্য কিছু আটকে যায় আর সে শ্বাস নিতে না পারে তাহলে যা করণীয়ঃ-
* তার পিছনে দাঁড়িয়ে তার কোমরটা আপনার দুহাত দিয়ে জড়িয়ে ধরুন ।
* আপনার হাতের মুঠি তার পেটের উপর, নাভির থেকে উঁচুতে, পাঁজরের নিচে রাখুন ।
* তারপর হঠাৎ জোরে ওপরদিকে ঝাঁকি দিয়ে পেটের ওপর চাপ দিন । এতে রোগীর ফুসফুস থেকে বাতাস বেরিয়ে গিয়ে গলাটা পরিস্কার করে দেয় । দরকার হলে আরো কয়েকবার করবেন ।

যদি লোকটি আপনার থেকে অনেক বড়সড় হয় বা ইতিমধ্যেই অজ্ঞান হয়ে গিয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি যা করনীয়ঃ-
* তাকে চিৎ করে শোয়ান ।
* এইভাবে তার উপরে বসুন, আপনার হাতের কজির গোড়াটা তার পেটের ওপর-নাভি আর পাঁজরের মাঝখানে রাখুন ।
* দ্রুত জোরে ওপর দিকে ঠেলে দিন । দরকার হলে আরও কয়েকবার করুন ।
* যদি লোকটি তখনো শ্বাস নিতে না পারে, মুখে মুখ দিয়ে শ্বাস দিতে চেষ্টা করুন ।

চিকিৎসা না করালে কী অসুবিধা হতে পারে:-
* খাদ্যনালিতে ইনফেকশন

* খাদ্যনালি ফুটো হয়ে ফুসফুসে ইনফেকশন হতে পারে, তখন পুঁজ জমতে পারে। ধারাল কিছু আটকে গেলে রোগীর মৃত্যুও হতে পারে।
নবীনতর পূর্বতন