পানি বা জল বসন্ত।

প্রাথমিক কথাঃ-
চিকেন পক্স বা জল বসন্ত একটি অত্যন্ত ছোঁয়াছে রোগ । আমাদের দেশে শীতের পরে বসন্তের শুরুতে চিকেন পক্সের খুব বেশি প্যাদুর্ভাব দেখা দেয় । অন্য সময়ে দেখা দিলেও আক্রান্তের হার তুলনামুলকভাবে অনেক কম । ছোটবড়, নারি-পুরুষ ভেদে সকল বয়েসিরাই এ রোগে আক্রান্ত হতে পারেন, তবে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি হয়ে থাকে ।


 রোগের কারন সমূহঃ-
চিকেন পক্স বা জল বসন্ত ভ্যারিসেলা-জষ্টার নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে । কাশি-হাঁচি, এমনকি ত্বকের সংস্পর্শে এলেও অন্যরা এতে আক্রান্ত হতে পারে । রোগটি ছড়াতে শুরু করে ত্বক গুটি দেখা দেওয়ার দুদিন আগে থেকেই । আর ছড়াতে থাকে যদ্দিন না সব কটি গুটি শুকিয়ে যায় । তাই আক্রান্ত রোগী অনেক সময় নিজে বুঝে ওঠার আগেই রোগ ছড়াতে থাকে ।

রোগের লক্ষন সমূহঃ-
১. সাধারন বসন্ত অল্প জ্বর হয়ে গুটি বের হয় ।
গুটি বের হয়ে গেলে জ্বর ছেড়ে যায় ।
জ্বরের তাপমাত্রা সাধারণত ১০০ ডিগ্রীর উপরে হয় না ।
২. কঠিন বসন্ত বেশ কষ্টদায়ক ।
জ্বর ১০৩/১০৪ ডিগ্রী পর্যন্ত হয় ।
জ্বর আসার সময় কম হয় কিন্তু সহজে ছারতে চায় না ।
গা, হাত ও পা ভীষণ ব্যথা হয় ।
২/৩ দিন পর সারা শরীরে বসন্ত বের হয় ।
গুটি গুলিতে পানি জমে এবং পরে তা শুকিয়ে যায় ।
শিশুদের অবসাদ, মাথা ব্যাথা ও জ্বর হয় ।

 খাবার ও আনুষঙ্গিকঃ-
১. আক্রান্ত রোগীকে প্রচুর পানি ও পুষ্টকর খাবার খেতে দিন ।
২. রোগমুক্ত হইলে ছটো মাছের ঝোল ও কচি মুরগীর মাংস খাইতে দেওয়া যায়      
নবীনতর পূর্বতন