বিষাক্ত জিনিস খেয়ে অনেক ছেলেমেয়ে মারা যায় । আপনার ছেলেমেয়েদের বাঁচাতে পেট্রোল বা অন্য বিষাক্ত জিনিস কখনও তরল খাবারের বোতলে বা শিশুদের সামনে রাখবেন না, কারণ ছোটরা সেগুলো খেতে চেষ্টা করতে পারে ।
যে জিনিসগুলো সাবধানে রাখা উচিতঃ-
* ইদুর মারা বিষ
* ডি ডি টি, লিনডেন,জীব-বস্তুর/বা গৃহিতপালিত পশুর গা ধোয়ার ওষুধ এবং অন্যান্য পোকামাকড় মারা ওষুধ ।
* টিংচার আয়োডিন
* ক্ষার আর কাপড় কাঁচার বা বাসন ধোয়ার গুড়ো সাবান
* সিগারেট
* কাঠের বার্নিস বা মেথিলেটেড স্পিরিট
* রং
* না পোড়া দিয়াশলাইয়ের কাঠি-ডগাগুলো বিষাক্ত
* কেরোসিন আর পেট্রোল
যদি বিষ খেয়েছে বলে মনে হয় তখনই যে কাজগুলো করবেনঃ-
লোকটির জ্ঞান থাকলেঃ-
তাকে বমি করান। তার গলায় আপনার আঙ্গুল দিয়ে দিন বা তার গলার পেছনদিকে একটা চামচ দিয়ে সুড়সুড়ি দিন বা তাকে অনেকটা লবণ মিশিয়ে গরম পানি খাওয়ান ।
* যদি লোকটা বমি না করে, তাকে খাটে শোয়ান । একটা চপচপে করে তেল মাখানো স্টমাক টিউব লোকটির মুখে দিয়ে ঢুকিয়ে দিন । নলের অন্য মুখে ফানেলের মধ্য দিয়ে এক বা দুই লিটার পানি ঢেলে দিন । তারপর সে দিকটা খাটের নিচে নামিয়ে দিন । পেটের ভিতরের তরল জিনিস বেরিয়ে আসবে । যে তরল জিনিসটা বের হচ্ছে, সেটা যতক্ষণ না পরিস্কার দেখাচ্ছে, এরকম চালিয়ে যান ।
* লোকটি যত পারে তাকে ততটা দুধ, ফেটানো ডিম বা ময়দা গোলা পানি খেতে দিন । আপনার কাছে কাঠকয়লার গুঁড়ো থাকলে তাকে এক বড় চামচ ভর্তি দিন । লোকটিকে আরও দুধ, ডিম বা ময়দাগোলা পানি দিয়ে যান আর বমি করাতে থাকুন যতক্ষণ না বমিটা পরিস্কার দেখায় ।
লোকটি অজ্ঞান হয়ে গেলেঃ-
তাকে বমি করাবেন না । শ্বাস বন্ধ হয়ে গিয়ে থাকলে মুখে মুখ দিয়ে শ্বাস দিন । সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাহায্য নিন ।
সাবধানঃ- কেরোসিন, পেট্রোল, কড়া এসিড বা উগ্র ক্ষারের মত ক্ষয়কর কিছু খেলে লোকটিকে বমি করাবেন না । লোকটির শীত করলে তাকে ঢেকে দিন- কিন্তু বেশী গরম যেন না হয় । যত দ্রুত সম্ভব হাঁসপাতালে নিন ।
পেস্টিসাইডের বিষক্রিয়ার লক্ষণঃ-
* মাথাধরা
* পেটে ব্যথা
* শকের লক্ষণ
* জ্ঞান হারানো
* বমি
* খিঁচুনি
* শ্বাসকষ্ট
বিষক্রিয়া হলে কি করতে হয়ঃ-
* আর বিষ যাতে না লাগে, সেইজন্য লোকটিকে সরিয়ে নিন ।
* খিঁচুনি হলে তাকে ঘুমের ওষুধ দিন আর জখম থেকে তাকে সামলে রাখুন, দেখবেন সে যেন জিহবা কামড়ে না ফেলে ।
* তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান । সঙ্গে সঙ্গে চিকিৎসা না হলে সে মারা যাবে ।
বিষক্রিয়া কি ভাবে এড়াবেনঃ-
* পেস্টিসাইড নিয়ে নাড়াচাড়া করবার সময় রবারের দস্তানা পরবেন বা হাত দুটি প্লাস্টিকে মুড়ে রাখবেন ।
* পেস্টিসাইড যদি স্প্রে করেন, কাপড় দিয়ে নাক আর মুখ ঢেকে রাখবেন ।
* কোনো পেস্টিসাইড নাড়াচাড়া করবার পরে সাবান আর পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন ।
* বাড়িতে পেস্টিসাইড দিয়ে স্প্রে করার সময় খাবার আর পানি ঢেকে রাখবেন ।