জিহ্বা প্রদাহ।


প্রাথমিক কথাঃ-
জিহ্বা থেকে অতিরিক্ত লালা নিঃসৃত হয় এবং সাথে ব্যাথা হয় । যেকোনো মানুষের জিহ্বা প্রদাহ হতে পারে ।

রোগের কারন সমূহঃ-
১. ভাইটামিনের অভাবে ।
২. ঠান্ডা লাগা ।
৩. পানে চুন বেশী খাওয়া ।
৪. লৌহ জাতীয় খাদ্যের অভাবে জিহ্বা প্রদাহ হয়ে থাকে ।
৫. রক্ত স্বল্পতার কারনে ও রোগ হতে পারে ।

রোগের লক্ষন সমূহঃ-
১. জিহ্বা লাল হয়, ফুলে ওঠে ভয়ানক কষ্টদায়ক ব্যাথা হয় ।
২. অনেক সময় জিহ্বা ফুলে মুখের বাহিরে আসে, ফলে বেশী লালা বের হয় ।
৩. জিহ্বার সঙ্গে তালু, তালুমূল, গলা প্রভৃতি অংশে ব্যাথা হয় ।
৪. জিহ্বা ছিলে যায় । দেখে যে কেউ বুঝতে  পারে ।
৫. জিহ্বা ছোট ছোট ফুসকুড়ি বা ইরাপশন হয় ।
৬. ঝাল মসলাযুক্ত খাবার কিছুতে খেতে পারে না ।

খাবার ও আনুষঙ্গিকঃ-
১. ভাল না হওয়া পর্যন্ত ঝাল জিনিস খাওয়া যাবে না ।
২. ভাত খাওয়ার পর মুখ পরিষ্কার করা ভাল ।

৩. খাওয়া দাওয়ার পর ভাল করে কুলকুচা করার অভ্যাস করা ভার ।
নবীনতর পূর্বতন