সাপের কামড়।

কাউকে সাপে কামড়ালে, প্রথমে সাপটা বিষাক্ত ছিল কি না তা জানতে চেষ্টা করুন ।

বিষাক্ত সাপের কামড়ের লক্ষণঃ-
সাপের কামড়ের ১০ থেকে ২০ মিনিটের মধ্যে এর লক্ষণ দেখা দেয় ।
* যন্ত্রণা-খুব বেশি হতে পারে আর অনেক দিন থাকতে পারে ।
* ফোলা-রক্তে কতটা বিষ ঢুকেছে তার উপর নির্ভর করে । চন্দ্রবোড়া কামড়ের বেলায়, কামড়ের জায়গায় যন্ত্রণা অনেক বেশি হয় ।
* কামড় থেকে রক্তপাত ।
* কামড়ের জায়গার চারদিকে চামড়ার রং বদলে যাওয়া ।
* সংক্রমণ এবং পচা ঘা হয়ে যেতে পারে ।

সাধারণ লক্ষণঃ-
কামড়ের ১০ মিনিট থেকে লক্ষণ পায় । গোখরা সাপ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে,তাই
* ঘুম ঘুম ভাব ।
* পেশীর দুর্বলতা, বিশেষ করে চোখের চারদিকের পেশীতে ।
* পেশীতে পক্ষাঘাত ।
* শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে ।

চন্দ্রবোড়া রক্তক্ষরণ করেঃ-
* মাথা ধরা, মাথা ঘোরা ।
* কাশির সঙ্গে রক্তের ছিটে দেয়া কফ ।
* রক্তপাত খুব বেশী হলে শকের লক্ষণ ।
* বমি বমি ভাব, বমি হওয়া ।

চিকিৎসাঃ-
* রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন ।
* যে জায়গায় কামড়েছে সেখানটা নড়াবেন না ।
* পায়ে কামড়ালে হাঁটা চলা করা উচিত নয়, সম্ভব হলে তাকে স্ট্রেচারে করে বয়ে নিয়ে যাবেন ।
* কামড়ের স্থান থেকে একটু উপরে কাপড় দিয়ে বাধন দিন ।

* বিষাক্ত সাপের কামড় বিপদ জনক তাই রোগীকে যত দ্রুত সম্ভব হাঁসপাতালে নিন ।
নবীনতর পূর্বতন