রক্ত আমাশয়।

প্রাথমিক কথাঃ-
রক্ত আমাশয় আমাদের খুব পরিচিত একটি রোগ। আমাদের দেশে অধিকাংশ মানুষই একবার না একবার রক্ত আমাশয়ের সম্মুখীন হয়েছে। রক্ত আমাশয় বেশ কষ্টদায়ক এবং অভিজ্ঞতা সৃষ্টিকারী একটি রোগ ।

রোগের কারন­­ সমূহঃ-
শিগা,ফ্লেক্সনার ও সনি জীবাণু দ্বারা রক্ত আমাশয় হয়ে থাকে। স্যাত স্যাতে জায়গা কিংবা অপরিষ্কার জায়গায় বসবাসকারী মানুষের মধ্যে এই রোগের প্রকোপ বেশী দেখা যায়। পানি, খাদ্য ও মাছির মাধ্যমে এই রোগ সংক্রামিত হয়ে থাকে ।

রোগের লক্ষন সমূহঃ-
১. রক্ত আমাশয় রোগ হঠাৎ করে প্রকাশ পায়। রোগ জীবাণু মানবদেহে প্রবেশ করার কয়েক ঘন্টার মাদ্ধে ইহা দেখা যায় ।
২. জ্বর ১০২ ডিগ্রী থেকে ১০৪ ডিগ্রী হয়ে পায়খানা আরম্ভ হতে পারে ।
৩. মারাত্মক অবস্থায় রোগী তৃষ্ণার্ত হয় এবং জিহ্বা শুকিয়ে যায় ।
৪. বার বার মলত্যাগ করে,তীব্র পেট ব্যাথা ও পেট কামড়ানি অনুভব করে ।
৫. মলের পরিমান অল্প হয় তবে কয়েকবার মল ত্যাগের পর রক্ত ও আম দেখা দেয় ।
৬. পায়খানায় মলের মধ্যে মিউকাস ও রক্তই বেশী ।
৭. রোগী দুর্বল হয়ে পড়ে ।

খাবার ও আনুষঙ্গিকঃ-
১. রোগীকে পুর্ন বিশ্রামে রাখতে হবে ।
২. দই, চিড়া ও কলা সহ্যানুসারে খেতে হবে ।

৩. প্রচুর পারিমানে ডাবের পানি ও বার্লি খেতে হবে ।
নবীনতর পূর্বতন