পেটের ব্যথা।

প্রাথমিক কথাঃ-
বাংলাদেশে শতকার ৭০ থেকে ৮০ জন লোক পেটের যেকোনো রোগে ভোগে । এর প্রধান কারন হল ভেজাল, চর্বিজাতীয় খাবার, ভাজা পোড়া ইত্যাদি খাবার খাওয়া ।

রোগের কারন সমূহঃ-
১. এসিডিটি বা গ্যাস্ট্রিক ।
২. চর্বিযুক্ত খাবার বা ভাজা পোড়া খেয়ে বদহজম হয় ।
৩. আমাশয়, এপেন্ডিসাইটিজ, ইনটেস্টিনাল অবস্ট্রাকশন, পিত্তথলিতে পাথর, ইত্যাদি কারনেও পেটে ব্যথা হয়ে থাকে ।

রোগের লক্ষন সমূহঃ-
১. নাভীর চারিদিকে ব্যথা বা তলপেটে ব্যথা হয় ।
২. ব্যথা কখনও বাড়ে আবার কখনও কমে ।
৩. অনেক সময় পেট ফাঁপা থাকে ।
৪. বমি বমি ভাব থাকতে পারে বা বমি হতে পারে ।
৫. কোষ্ঠ কাঠিন্য থাকতে পারে ।
৬. বায়ু নিঃসরিত হয়, দিনে ঢেকুর উঠে ।

খাবার ও আনুষঙ্গিকঃ-
১. রোগীকে বিশ্রামে রাখতে হবে ।

২. গ্লুকোজের সরবত, ডাবের পানি খাওয়া ভাল ।
নবীনতর পূর্বতন